ঝাড়খন্ডের তিন কংগ্রেস বিধায়ককে পশ্চিমবঙ্গে বিপুল টাকা-সোনা সহ আটক করার পর প্রতিবেশি রাজ্য সরগরম। এদিকে এসএসসি দুর্নীতির তদন্তে বাংলায় কোটি কোটি টাকা সোনা উদ্ধারেও তোলপাড় চলেছে।এসবের মধ্যে ঘুরপাক খাচ্ছে প্রতিবেশি রাজ্যে সরকার ফেলার রাজনৈতিক গুঞ্জন। পরিস্থিতি বুঝে আটক বিধায়কদের সাসপেন্ড করল ঝাড়খন্ড প্রদেশ কংগ্রেস।
শনিবার হাওড়ার রানিহাটি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। এতে নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের তিনি কংগ্রেস বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন বিক্সাল কোঙ্গারি এবং ইরফান আনসারিকে। এই তিন জনকে সাসপেন্ড করল কংগ্রেস। আটক বিধায়কদের প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে সব বিধায়কদের সতর্ক করলেন।
শনিবার কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা। সেই ঘটনায় তিন কংগ্রেস বিধায়কদের আটক করে হাওড়া গ্রামীণ পুলিশ। এর জেরে রাঁচির রাজনীতি তোলপাড়।
কংগ্রেসের তরফে বলা হয়েছে, ঝাড়খন্ডে সরকার বদলের চেষ্টা করছে বিজেপি। সেজন্যই টাকা দিয়ে বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি। কংগ্রেস ইনচার্জ বলেন, আগামী দিনে যে কোনও প্রতিনিধি, নেতাদের নাম এধরনের কাজের সঙ্গে যুক্ত হবে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
কংগ্রেসের তরফে বারবার দাবি করা হচ্ছে৩, ঝাড়খণ্ডের সরকার ফেলতেই এই পরিকল্পনা করছে বিজেপি। এর আগে হেমন্ত সোরেনের সরকার থাকার সময়েও একই পরিকল্পনা করেছিল বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, এই সরকার যতবার ক্ষমতায় এসেছে, তাঁদের দুর্নীতিতে নাম জড়িয়েছে। ঝাড়খণ্ডের দুর্নীতি নিয়ে তদন্তের প্রয়োজন বলে দাবি বিজেপির।
টাকা কোথা থেকে এসেছে। কেন ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল জানতে চেয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুরো বিষয়টির ওপর নজর রেখছেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া।