Cash Recovered: হাওড়ায় কংগ্রেস বিধায়কদের গাড়িতে বিপুল টাকা-সোনা, কোথায় হচ্ছিল পাচার?

রাজ্য সরগরম বিপুল কালো টাকা উদ্ধারে। চর্চা চলছে অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে৷ এরই মধ্যেই শনিবার সন্ধ্যাতেই নতুন সংযোজন হাওড়ার টাকা কাণ্ড। ঝাড়খণ্ডগামী গাড়ি থেকে…

huge gold and cash recovered from Jharkhand Congress mlas car in howrah

রাজ্য সরগরম বিপুল কালো টাকা উদ্ধারে। চর্চা চলছে অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে৷ এরই মধ্যেই শনিবার সন্ধ্যাতেই নতুন সংযোজন হাওড়ার টাকা কাণ্ড। ঝাড়খণ্ডগামী গাড়ি থেকে উদ্ধার বাণ্ডিল বাণ্ডিল টাকা (cash recovered) ও সোনাদানা। হাওড়ার পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়ক থেকে টাকা উদ্ধার করা হয়েছে৷ বিপুল পরিমাণ টাকা কোথা থেকে উদ্ধার হয়েছে? তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ৷ আটক ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক।

পুলিশ সূত্রে খবর, এদিন বিকেল ৫ টা নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কে রানীহাটির মোড়ে একটি কালো গাড়িকে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের টাকা৷ উদ্ধার হয়েছে সোনা। গাড়িতে ছিলেন ওই তিন বিধায়ক

   

পুলিশ সূত্রে খবর, তিন কংগ্রেস বিধায়কের নাম রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারি। গাড়ি, টাকা সহ তিন বিধায়কদের পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ বিপুল পরিমাণের টাকা গোনার জন্য আনা হয়েছে কাউন্টিং মেশিন। কী কারণে এত বিপুল টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? কোথা থেকে এত টাকা এল? সবটাই তদন্ত শুরু করেছে পুলিশ। এমনটাই জানিয়েছেন হাওড়া পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া।

গত ২২ জুলাই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নামে ইডি। রাজ্যের ১৪ টি জায়গায় চলে তল্লাশি অভিযান৷ ওই দিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের আবাসন থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা৷ এরপর বেলঘরিয়া থেকেও উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা ও সোনা৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি জায়গা থেকে টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

এবিষয়ে কলকাতা ২৪x৭ এর তরফে যোগাযোগ করা হয়েছিল পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের সঙ্গে৷ তিনি এবিষয়ে কিছু বলতে রাজি হননি৷