গত সপ্তাহে সিদ্ধান্ত হয়ে গেছিল এই মরশুমে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের জন্য দায়িত্ব নিতে চলেছেন ভারতীয় কোচ বিনু জর্জ। সন্তোষ ট্রফি জয়ী কোচ কলকাতায় আজকে পা রাখলেন । আমাদের একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছিল আজ অর্থাৎ শনিবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে যোগ দেবেন জর্জ। সেইমত কলকাতা বিমানবন্দর থেকে ক্লাবে তাকে সসম্মানে অব্যর্থনা জানানো হয় ।
কলকাতা লিগে ইস্টবেঙ্গল (East Bengal) দল পরিচালনের দায়িত্ব পেতে চলেছেন বিনু জর্জ। প্রো লাইসেন্স ডিগ্রি থাকার জন্য কলকাতা লিগ মিটলে ডুরান্ড কাপ এবং আইএসএলে ইস্টবেঙ্গলের সহকারী কোচের পদে রাখা হবে তাকে।
কলকাতা লিগ শুরু হতে খুব একটা বেশি দিন বাকী নেই।তাই লাল হলুদ কর্তারা আগাম ঠিক করে রেখেছিল এমন একজন কোচ’কে নিয়ে আসবেন যার হাতে সম্ভাবনা ময় ফুটবলার রয়েছে প্রচুর।বাংলা’কে হারিয়ে ইতিমধ্যে কেরল’কে দুই বার সন্তোষ জিতিয়েছেন বিনু।
বিনু জর্জ কিছুক্ষণ আগে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছেন । তিনি জানিয়েছেন , গৌরবময় ক্লাবে যুক্ত হতে পেরে তিনি খুবই আনন্দিত । আরো বলেন , এই বছর লাল হলুদ শিবির কে তার সব অভিজ্ঞতা দিয়ে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে তিনি দলকে পরিচালনা করবেন । সরকারিভাবে আজই হয়তো বিবৃতির মাধ্যমে , ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে তার দায়িত্ব হাতে তুলে দেবেন । এই অভিজ্ঞ সন্তোষ ট্রফি জয় কোচ শতাব্দী প্রাচীন ক্লাবে যুক্ত হচ্ছে শুনে লাল – হলুদ সমর্থকরাও খুবই আনন্দিত৷