সন্দেশ ঝিঙ্গানকে (sandesh jhingan) বিদায় জানিয়েছে এটিকে মোহন বাগান। আগামী দিনে তাঁর গন্তব্য কোন ক্লাবে সেটা এখনও স্পষ্ট নয়। ইস্টবেঙ্গলে (East Bengal) যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেটাও এখনও নিশ্চিত নয়।
গত মরসুমের শেষ থেকে সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তিনি আদৌ ভারতীয় ক্লাবে খেলবেন কি না সেটা নিশ্চিত নয়। কারণ ইউরোপীয় ফুটবলের প্রতি তাঁর ঝোঁক রয়েছে। এটিকে মোহন বাগানের যোগ দেওয়ার আগে ছিলেন ইউরোপের এক ক্লাবে। এটিকে মোহনবাগানে খেলতে আসার আগে ক্রোয়েশিয়ার সিবেনিক ক্লাবে ছিলেন তিনি৷ যদিও সেখানে একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। নতুন মরসুমের আগেও বিদেশ যোগের সম্ভাবনা অনেকে দেখেছিলেন। সেই সঙ্গে তাঁর চোট সমস্যা তো আছেই।
সম্প্রতি জানা গিয়েছিল সন্দেশকে সই করাতে আগ্রহী ইস্টবেঙ্গল। জুলাইয়ের প্রথম সপ্তাহে জানা গিয়েছিল, সন্দেশ ঝিঙ্গানের এজেন্টের সঙ্গে লাল হলুদ ক্লাবের যোগাযোগ রয়েছে। আগেও যোগাযোগ ছিল। সম্ভাবনার কথা প্রকাশ করে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশ, ইস্টবেঙ্গল ক্লাবে সন্দেশের যাওয়ার সম্ভাবনা একেবারে শূন্য শতাংশ নয়।
এখনও পর্যন্ত যা আপডেট তাতে ভালো মানের ভারতীয় ডিফেন্ডার হিসেবে ইস্টবেঙ্গলের প্রথম পছন্দ সন্দেশ ঝিঙ্গান। কিন্তু তিনি যদি লাল হলুদে যোগ না দেন তাহলেও বিকল্প ভাবা রয়েছে ক্লাবের। সব মিলিয়ে নতুন মরসুম শুরু হওয়ার আগেও রয়ে যাচ্ছে সন্দেশ-ধাঁধা।