Tiyasha Roy: মদনদা আসবেন শুনলে, শর্ট ড্রেসের পরিবর্তে শাড়ি বা সালোয়ার পরি: তিয়াসা

পার্থ-অর্পিতার গল্পে মশগুল গোটা বাংলা। এককথায় অপা প্রেমে ভাসছে বঙ্গ। যেখানে বাংলার লাভের বয়ের কথা থাকবে না সেটা কি হয়! শ্রীতমা ভট্টাচার্য এবং তিয়াসা রায়কে…

পার্থ-অর্পিতার গল্পে মশগুল গোটা বাংলা। এককথায় অপা প্রেমে ভাসছে বঙ্গ। যেখানে বাংলার লাভের বয়ের কথা থাকবে না সেটা কি হয়! শ্রীতমা ভট্টাচার্য এবং তিয়াসা রায়কে নিয়ে চর্চায় মদন মিত্র।

নিন্দুকের বলছে তিয়াসা-সুবান রায়ের বিচ্ছেদের কারণ মদন মিত্র। সত্যিটা কি তা এক সংবাদমাধ্যকে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘এ রকম কোনও কারণেই আমাদের বিচ্ছেদ হয়নি। নির্বাচনী প্রচারের সময় মদনদা সুবানকে আমার কথা বলেছিলেন। সুবানই আমায় ওঁর প্রচারে নিয়ে গিয়েছিল। আস্তে আস্তে চেনাজানা বাড়তে সুবান আর সব সময়ে সঙ্গে থাকত না। আমি ওঁনাকে এতোটাই সম্মান করি যে, অনেক অনুষ্ঠানে নিজের জন্য পাশ্চাত্য পোশাক বেছে রেখে যখনই শুনি মদনদা আসবেন, সঙ্গে সঙ্গে পোশাক নির্বাচন বদলে নিই। তখন শাড়ি, লং ড্রেস বা আনারকলি আমার সাজের তালিকায় থাকে।’’

   

অভিনেত্রীর আরও দাবি, ‘পার্থ-অর্পিতার ঘটনা দেখে বাকিদেরও এ ভাবে এক দাঁড়িপাল্লায় চাপিয়ে দেওয়া বোধহয় ঠিক নয়। তাছাড়া মদনদার পাশে নায়িকা মানেই খবর! এখন তো পুরুষদের সম্পর্ক, ঘনিষ্ঠতাও মান্যতা পাচ্ছে। তা হলে দুই পুরুষ রাজনীতিবিদ পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললে বা পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা থাকলে সেই নিয়ে কথা হবে না কেন?’

একটা সময়ে ভোটের প্রচারের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও তিয়াসা-মদন জুটি নাকি অপরিহার্য হয়ে উঠেছিলেন।