Mon Phagun: পিহু-ঋষির সংসারের একবছরের পূর্তিতে সামিল হতে পারবেন আপনিও

দেখতে দেখতে ঋষিরাজ পিহুর সংসার এক বছর পূর্ণ হল। বর্ষপূর্তির এই সেলিব্রেশনে সামিল হতে পারবেন আপনিও। ‘মন ফাগুন’-এর এই সেলিব্রেশনে সামিল হতে পারবে ধারাবাহিকের দর্শকরা।…

Mon Phagun: পিহু-ঋষির সংসারের একবছরের পূর্তিতে সামিল হতে পারবেন আপনিও

দেখতে দেখতে ঋষিরাজ পিহুর সংসার এক বছর পূর্ণ হল। বর্ষপূর্তির এই সেলিব্রেশনে সামিল হতে পারবেন আপনিও। ‘মন ফাগুন’-এর এই সেলিব্রেশনে সামিল হতে পারবে ধারাবাহিকের দর্শকরা। দর্শকদের জন্য সুযোগ করে দিয়েছে প্রযোজনা সংস্থা। টেলি প্রেমমীরা তাঁদের পছন্দের সিরিয়ালের সাফল্য কীভাবে উদযাপন করছেন নিজেদের বাড়িতে। সেই ভিডিয়ো করে ট্যাগ করতে হবে ফেসবুকের মন ফাগুন পেজকে। সবচেয়ে সেরা ভিডিও যিনি করবেন, তিনি পাবেন সেটে গিয়ে সকলের সঙ্গে দেখা করার সুযোগ। এছাড়াও বাকি দর্শকদের ভিডিও ফেসবুক পেজ শেয়ার করবেন প্রযোজনা সংস্থা।

একবছর আগে এইদিনটিতেই বাংলা টেলিভিশন পেয়েছে নতুন একটা জুটি। ঋষিরাজ-পিহু। শুরুটা হয়েছিল দার্জিলিং পাহাড় থেকে যদিও এখন গল্পের মোড় ৩৬০ ডিগ্রী ঘুরে গিয়েছে। তবে ঋষিরাজ ও পিহুর কেমিষ্ট্রিতে মজে আছে দর্শক। ঋষিরাজ চরিত্রে দেখা গিয়েছে শন বন্দ্যোপাধ্যায়কে। পিহুর চরিত্রে নবাগতা সৃজলা গুহ। এই মুহূর্তে গল্পের নায়ক-নায়িকা কেউ কাউকে চিনেও চিনতে পারছে না। মাঝখানে এন্ট্রি নিয়ে নেত্রা। অর্থাৎ রোশনী তন্বী ভট্টাচার্য ফেলনার পর এবার ‘মন ফাগুন’-এ কামব্যাক করলেন। সব মিলিয়ে জমজমাট এই মন ফাগুনের প্রতিটি পর্ব। যদিও টিআরপি কয়েক মাস ধরে বেশ অনেকেই পড়েছে।তবে তা বলে কি সেলিব্রেশন হবে না। আলবাদ।

Advertisements