তরুণ ফুটবলারদের নিজেদের চেনানোর মঞ্চ হতে চলেছে Durand Cup: দীপেন্দু বিশ্বাস

আগষ্টের মাঝামাঝি শুরু হতে চলেছে ডুরান্ড কাপ (Durand Cup)। এশিয়ার অন‍্যতম প্রাচীন এই টুর্নামেন্টে আইএসএলের ১১টি , আইলিগের ৫ টি এবং সেনাবাহিনীর ৪’টি দল খেলবে।…

Deependu Biswas

আগষ্টের মাঝামাঝি শুরু হতে চলেছে ডুরান্ড কাপ (Durand Cup)। এশিয়ার অন‍্যতম প্রাচীন এই টুর্নামেন্টে আইএসএলের ১১টি , আইলিগের ৫ টি এবং সেনাবাহিনীর ৪’টি দল খেলবে।

Advertisements

নিজের খেলোয়াড়ী জীবনের একাধিক সুখ স্মৃতি জড়িয়ে রয়েছে দীপেন্দু’র এই টুর্নামেন্টের সাথে,তবে এবার টুর্নামেন্টে মহামেডানের সচিবের ভূমিকায় উপস্থিত থাকবেন তিনি।

   

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন আইলিগ নাকি আইএসএল ? কোন লিগের দল এগিয়ে থাকবে এবারের ডুরান্ড কাপে সেটা বলা খুবই কঠিন একটা বিষয় হতে চলেছে।কারন এবার প্রতিটি দল প্রস্তুতি নেওয়ার জন্য অনেক’টা করে সময় পাচ্ছে।

Advertisements

১৯৯৫-৯৬ মরশুমে টাটা ফুটবল অ্যাকাডেমির হয়ে ডুরান্ডে অভিষেক হয়েছিল দীপেন্দু’র।সেই বছর সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে গোল করাটাই তার কেরিয়ারের অন‍্যতম সেরা টার্নিং পয়েন্ট ছিলো, এরপর আর ফিরে দেখতে হয়নি তাকে।তাই এই প্রাক্তন তারকা বাঙালি স্ট্রাইকার’এর কাছে ডুরান্ড সব সময় স্পেশাল একটা টুর্নামেন্ট।

শুধু দীপেন্দু একা নন,দীপক, মহেশ, রেনেডির মতো বিখ্যাত ভারতীয় ফুটবলার’রা উঠে এসেছেন ডুরান্ডের মঞ্চে নিজেকে প্রমাণ করে‌‌।তাই ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠা পেতে এই টুর্নামেন্ট’কে বাছবে সকল যুব ফুটবলার’রা,এমনটাই মনে করেন কলকাতার তিন প্রধানে খেলে যাওয়া এই তারকা ফুটবলার।