চাপ বাড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডির চার্জশিট

জম্মু-কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক তছরুপ মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহের বিরুদ্ধে চার্জশিট জমা করল ইডি। এর আগে এই মামলায় একাধিকবার ন্যাশানাল কনফারেন্স প্রধানকে তলব করেছিল…

চাপ বাড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডির চার্জশিট

জম্মু-কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক তছরুপ মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহের বিরুদ্ধে চার্জশিট জমা করল ইডি। এর আগে এই মামলায় একাধিকবার ন্যাশানাল কনফারেন্স প্রধানকে তলব করেছিল ইডি। এবার সেই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন নিজের ক্ষমতার অপব্যবহার করেছিলেন তিনি। এমন কিছু লোকজনকে কমিটিতে নিয়োগ করেছিলেন, যার ফলে বরাদ্দ অর্থ নয়ছয় হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে প্রায় ১১৩ কোটি আর্থিক তছরুপে অভিযোগ উঠেছে।
গত মে মাসে শেষবার শ্রীনগরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। এর আগে ২০১৯ সালেও একই মামলায় তাঁর জুড়েছিল। এমনকি ফারুক আবদুল্লাল্লাহের সম্পত্তি ছিল ইডির নজরে। অভিযোগ, নিজের পছন্দমতো লোককে পদে বসিয়ে আর্থিক তছরুপ করেছেন তিনি।

Advertisements

এর আগে ২০১৯ সালে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্যকে গ্রেফতার করা হয়। এখনও তাঁর বিরুদ্ধে শুনানি চলছে। ইতিমধ্যেই একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। দ্রুত গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করতে চায় ইডি।