আগামী ৩ অগাস্ট অবধি ইডি হেফাজতে পার্থ-অর্পিতা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চরম বিপদে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আগামী ১০ দিন তাঁকে ইডির হেফাজতে থাকার নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের৷ সেইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের…

Partha Chatterjee, Arpita Mukherjee

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চরম বিপদে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আগামী ১০ দিন তাঁকে ইডির হেফাজতে থাকার নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের৷ সেইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে৷

Advertisements

একইসঙ্গে এদিন অর্পিতা মুখ্যোপাধ্যায়ের (Arpita Mukherjee) আইনজীবীর তরফে কম দিনের হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছিল৷ সেটাও খারিজ হয়েছে৷ দুই জনকে আগামী ৩ অগাস্ট অবধি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত৷

   

অন্যদিকে আজ রাতে এইমস ভুবনেশ্বরে পার্থ চট্টোপাধ্যায়কে রাখার পর আগামীকাল সকালেই তাঁকে নিয়ে আসা হবে। ৪৮ ঘন্টার ব্যবধানে দুই জনের মেডিকেল টেস্টের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisements

এদিন আদালতে বিষয়টি সিরিয়াস স্ক্যাম বলেছেন ইডির আইনজীবী৷ এদিন আদালতের কাছে ইডির আইনজীবী জানান, যে টাকা উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। প্রায় ১২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ আইনজীবীর কথায়, এটি একটি সিরিয়াস স্ক্যাম। যাঁরা চাকরি পাওয়ার যোগ্য, তাঁদের দেওয়া হয়নি৷ পরিবর্তে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা টাকা দিয়ে চাকরি পেয়ে গিয়েছেন। হাইকোর্টের নির্দেশ মতো বিষয়টির তদন্ত করছে ইডি। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেখানে প্রচুর টাকা ও সোনা পাওয়া গিয়েছে। একাধিক জায়গায় দুই জনের নামে যৌথ সম্পত্তি রয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

আদালতের কাছে এদিন বিস্ফোরক তথ্য দেন ইডির আইনজীবী৷ তিনি বলেন, মিথ্যে অসুস্থতা দেখিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি ভুবনেশ্বর যেতে চাননি। ডনের মতো ব্যবহার করেছেন৷ তিনি বলেছেন এসএসকেএম হাসপাতাল আমার হাসপাতাল৷ সেই ভিডিও ইডির কাছে রয়েছে৷ গোটা দুর্নীতিতে আর কারা যুক্ত? তা জানতেই হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি৷