বহুদিন জল্পনা এবং অপেক্ষার পর শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইনভেস্টার ইমামের মধ্যে সর্বশেষ চুক্তি সম্পন্ন হতে চলেছে । শোনা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই সব রকম আইনি চুক্তি সম্পন্ন হবে এবং দলের দায়িত্ব নতুন ইনভেস্টার ইমামী নিয়ে নেবে৷
সূত্রের খবর, ইস্টবেঙ্গল এবং ইনভেস্টার দুই পক্ষই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে । মিলিত সিদ্ধান্তে তারা কোচ এবং সহকারি কোচও নির্ধারণ করে ফেলেছেন। সরকারি কোচ হিসেবে কেরালা সন্তোষ ট্রফি জয়ী দলের কোচ বিনো জর্জ এবং ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কন্সেস্টিন ইস্টবেঙ্গলের মূল কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আসন্ন ডুরান্ড কাপ এবং কলকাতা লিগের জন্য দলের কোচ হিসেবে দায়িত্ব বিনো জর্জের কাঁধে এবং আইএসএলে স্টিফেনের হাতে দেওয়া হচ্ছে ।
আপাতত বিনো জর্জের তদারকিতে কিছু ভারতীয় তরুণ ফুটবলারকে ইস্টবেঙ্গল এবং ইনভেস্টার ইমামই মিলিতভাবে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছে। দলের সবথেকে বড় সমস্যা এখন গোল রক্ষন কে করবে? কারণ, ইস্টবেঙ্গলের বড় ভরসা অরিন্দম ভট্টাচার্য এই মরশুমে হাইল্যান্ডার্স অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলবে৷ সেই কারণে হায়দরাবাদের তরুণ গোলরক্ষক গুরমিত সিংকে দলে নেওয়ার মরিয়া চেষ্টা চালাছে ইস্ট বেঙ্গল৷ গুরমিত মূলত দশ ম্যাচ প্রতিনিধিত্ব করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে এবং চারটি ম্যাচে তার ক্লিন সিট ছিল৷ কিন্তু সেই রকম সুযোগ হায়দরাবাদে তিনি পাননি৷ হায়দরাবাদ দলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে দলে রয়েছে গুরমিত।
সূত্রের খবর, তিনিও মূল দলে প্রতিনিধিত্ব করতে চান । এই সুযোগে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফার দেওয়া হয়েছে। কিছুটা মূল দলে প্রথম গোলরক্ষক হিসেবে নিজেকে তুলে ধরা সুযোগও হয়তো দেবে ইস্টবেঙ্গল। তাই সব কিছু ঠিকঠাক থাকলে এই মরশুমে গুরমিতকে দেখা দিতে পারে লাল হলুদ জার্সিতে ।