Beauty Tips: পারফিউম কিভাবে ব্যবহার হয় সেটা তো আমরা জানি। তবে এর আরও কিছু ব্যবহার আছে, যা জানলে আপনিও বেশ হয়রাণ হবেন। পারফিউমের নিজস্ব কিছু গুণ আছে যার জন্য এটি ব্যবহার করা আমাদের প্রয়োজন।
- সুন্দর পোশাক যেমন আপনার কনফিডেন্টকে বাড়ায়, সেরকম কনফিডেন্স বাড়াতে সাহায্য করে পারফিউম। আপনার ব্যক্তিত্বকে আরও একটু বাড়িয়ে দিতে অল্প পারফিউমই যথেষ্ট।
- এ কথাটা সত্যি। দুর্গন্ধ বা ঘাম থেকে অনেক সময় ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে আশ্রয় নেয়। পারফিউম গায়ে মাখলে সেই দুর্গন্ধ আর থাকে না। শরীরও সুস্থ থাকে।
- পারফিউম মাখলে আমাদের নিজেদের মন খুশি থাকে। আমাদের প্রিয় গন্ধ যখন আমরা পাই, তখন মন আনন্দে থাকে। এ জন্যেই তো বাজারে এত সুগন্ধীর ছড়াছড়ি।
- বিশেষ কিছু গন্ধের পারফিউম আমাদের মন শান্ত রাখতে সাহায্য করে। সাইট্রাস, স্পাইস জাতীয় সুগন্ধের পারফিউম বেশি উল্লেখযোগ্য।
- বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মানুষের স্মৃতিতে সুগন্ধীর ভূমিকা প্রচুর। স্পেশাল কোনও পারফিউমের সুগন্ধ মানুষের স্মৃতিতে আজীবন ধরা থাকে। যখনই সে সেই সুগন্ধ পায় তখনই তার সাথে জড়িত কোনও ঘটনা বা মানুষের কথা তার মনে পড়ে যায়। তাই অনেকেই আছেন যারা একটি নির্দিষ্ট গন্ধের পারফিউমই বরাবর ব্যবহার করেন। যাতে ওই গন্ধ নাকে এলেই তাঁর কথা আমাদের মনে পড়ে যায়।
- শুধু সাজগোজের জন্য নয়, পারফিউম আপনার রোজকার জীবনেও বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই পারফিউমকে অত দরকারি ভাবেন না, শুধু ইচ্ছে হলে দু-একবার স্প্রে করে নেন। তাহলে জানলেন তো পারফিউম কীভাবে শরীর মন সুস্থ রাখে।