চলতি সপ্তাহের মধ্যে সই পর্ব মিটতে চলেছে ইস্টবেঙ্গলের (East Bengal)। এরপর দল ঘোষণার কাজ শুরু করবে লাল হলুদ তারা।ইতিমধ্যে সই মেটার আগেই একাধিক ফুটবলারের সাথে কথাবার্তা বলে রেখেছে লাল হলুদ ব্রিগেড।
এরমধ্যে শোনা যাচ্ছে এএফসিতে গোকুলামের মহিলা দলের টেকনিক্যাল ডিরেক্টরের পদ সামলানো বিনো জর্জকে কোচের পদে আনতে পারে ইস্টবেঙ্গল।
দীর্ঘ কোচিং জীবনে ভিভো কেরালা, কোয়ার্টজ এফসি, রেড স্টার , গোকুলামে কোচিং করানোর পাশাপাশি কলকাতায় চিরাগ ইউনাইটেড, ইউনাইটেড এফসি’তে কোচিং করিয়ে বিনো।তার অভিজ্ঞতা নিয়ে কোনও প্রশ্ন’ই ওঠেনা।
এবার কেরালার সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ান কোচ তিনি।তাই বিনোর হাতে দায়িত্ব তুলে দিতে চাইছে ইমামি’র কর্তারা।পরবর্তী সময়ে খোদ বিনোর সাথে সংবাদ মাধ্যমের তরফে জানতে চাওয়া হয় তিনি ইস্টবেঙ্গলের কোচ হওয়ার প্রস্তাব তিনি পেয়েছেন ? জবাবে তিনি বলেন, ” গোকুলামের সাথে চুক্তি শেষ হওয়ায় বর্তমানে একজন ফ্রি এজেন্ট আমি। ইস্টবেঙ্গলের তরফে যোগাযোগ করা হয়েছে আমার সাথে।প্রাথমিক পর্বের কথা সাড়ার পর আমাকে জানিয়েছে ম্যানেজমেন্টের কয়েকটা বিষয় খতিয়ে দেখে যোগাযোগ করা হবে।”
সূত্রের খবর অনুযায়ী চুক্তি জঁট মিটলেই যোগাযোগ করা হবে বিনোর সাথে।তবে লালহলুদের কোচের পদ সামলাবেন তিনি কলকাতা লিগ এবং ডুরান্ডে।এরপর আইএসএলে সহকারী কোচের পদে রাখা হতে পারে তাকে।
এদিকে, শোনা যাচ্ছে,আসন্ন আইএসএলে ইস্টবেঙ্গলের কোচের পদে আসতে পারেন ইংল্যান্ডের স্টিফেন কনস্ট্যানটাইন।শোনা যাচ্ছে তার সাথে অনেক দুর কথা এগিয়েছে লাল হলুদ ব্রিগেডের।দুই পক্ষ নিজেদের শর্তে সম্মতি দিয়েছেন, আগামী দুই একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করতে পারে লাল হলুদ ব্রিগেড।দ্রুত আসবেন কলকাতায়।
এর আগে তিনি দুই দফায় ভারতের জাতীয় দলকে কোচিং করিয়েছেন তিনি।ভারতের ফুটবল এবং ফুটবলার’দের দেখেছেন খুব কাছের থেকে।জানা যাচ্ছে মোট তিনজন কোচ ক্লাবের পছন্দের তালিকায় ছিলো, কিন্তু শেষ অবধি বাছাই করে নেওয়া হয় অভিজ্ঞ স্টিফেন’কে।জানা যাচ্ছে ইমামি’র কর্তাদের’ও পছন্দের তালিকায় আছেন ভারতের প্রাক্তন কোচের।শোনা যাচ্ছে খুব শীঘ্রই দলের পছন্দের বিদেশি ফুটবলার বাছাই করার কাজ শুরু করবেন স্টিফেন ।