আর্জেন্টিনার ফরোয়ার্ড’কে দলে নিয়ে বিশেষ চমক দিল mumbai city fc

কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন ফরোয়ার্ড জর্জ পেরেরা ডিয়াজ’কে (Jorge perera diyaz) দলে নিয়ে চমক দিলো মুম্বই সিটি এফসি (mumbai city fc)। কেরালা চাইছিল তাকে আগামী মরসুমের…

(Jorge pereyra diaz

কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন ফরোয়ার্ড জর্জ পেরেরা ডিয়াজ’কে (Jorge perera diyaz) দলে নিয়ে চমক দিলো মুম্বই সিটি এফসি (mumbai city fc)। কেরালা চাইছিল তাকে আগামী মরসুমের জন্য দলে ধরে রাখতে৷ কিন্তু জর্জ তার ক্লাব ছাড়ার ইচ্ছা আগেই জানিয়ে দিয়েছিলো।

Advertisements

ইভান ভুকুমানোভিচের দলের হয়ে ২১ টা ম‍্যাচে খেলেছিলেন জর্জ। গোল করেছিলেন ৮ টি। গোল কম করলে হবে কি, মাঠে দুর্দান্ত দখল এই ফুটবলারের।তার অফ দ‍্য বল মুভমেন্ট’ও দুর্দান্ত।

Advertisements
   

আর্জেন্টিনার দ্বিতীয় সারির ক্লাব ফেরো ক‍্যারিল ওলেস্টে ক্লাব কেরিয়ার শুরু করেন ডিয়াজ‌।২০১৩ সালে যোগ দেন অ্যাটলেটিকো লানুসে।এরপর যান মালেয়শিয়ার জোহোর দারুল তাজিম এফসি’তে।সেখানে ৩০ ম‍্যাচে ২৮ গোল করেন তিনি,চার মরসুমে।পরবর্তী সময়ে লোনে যান ইন্ডিপেন্ডেট এবং লিয়নে।২০২১-২২ মরসুমে লোনে আসেন কেরালা ব্লাস্টার্সে।