East Bengal Club : আরও বাড়ল চুক্তির সম্ভাবনা

আশা ছিল সপ্তাহের শুরুতে ইস্টবেঙ্গল (East Bengal ) ও ইমামি ক্লাবের মধ্যে সই হবে। আজ বৃহস্পতিবার। একুশে জুলাই চুক্তি হতে পারে বলে অনেকে মনে করেছিলেন।…

East Bengal-Emami

short-samachar

আশা ছিল সপ্তাহের শুরুতে ইস্টবেঙ্গল (East Bengal ) ও ইমামি ক্লাবের মধ্যে সই হবে। আজ বৃহস্পতিবার। একুশে জুলাই চুক্তি হতে পারে বলে অনেকে মনে করেছিলেন। ইতিমধ্যে বেলা অনেকটা গড়িয়েছে। আপাতত পাওয়া যায়নি সই সংবাদ।

   

বিদেশ থেকে ফিরেছেন কোম্পানির কর্ণধার আদিত্য আগরওয়াল। এসেই কথা বললেন ইস্টবেঙ্গল প্রসঙ্গে। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, “সবে কলকাতায় ফিরলাম। আশা করছি খুব তাড়াতাড়ি চুক্তিপত্রে সই হয়ে যাবে।”

যা খবর পাওয়া যাচ্ছে তাতে আজই হয়তো চুক্তি পত্রে সই হচ্ছে না। শুক্রবার সইয়ের ব্যাপারে চেষ্টা করা হতে পারে।সেক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকের বদলে শেষের দিকে সই হতে পারে। পরিস্থিতি এমন যে অমুক দিনে যে সই হচ্ছেই সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না।

গতকাল এও শোনা গিয়েছিল, বিগত কয়েক দিনের ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে খুব বেশি আপডেট আদিত্য আগরওয়ালের কাছে নাকি নেই। সেটা সত্যি হলে তিনি আগে পুরো বিষয়টা ভালো করে দেখবেন,বুঝবেন। তার পরে সইয়ের কথা।