East Bengal Club : দলে এখনই হয়ত নিশ্চিত নয় আরিদাই ক্যারবেরা

খুশির খবরটা এসেও যেন এল না। ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) হয়তো এখনও চূড়ান্ত হয়নি স্পেনের আরিদাই ক্যারবেরা (Aridai carbera)। সোমবার হঠাৎ-ই ফুটবল মহলে এবং…

Aridai carbera

খুশির খবরটা এসেও যেন এল না। ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) হয়তো এখনও চূড়ান্ত হয়নি স্পেনের আরিদাই ক্যারবেরা (Aridai carbera)।
সোমবার হঠাৎ-ই ফুটবল মহলে এবং ফুটবল প্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল একটা সই সংবাদ। ইস্টবেঙ্গল ক্লাব স্পেনের আরিদাই ক্যারবেরাকে চূড়ান্ত করে ফেলেছে বলে অনেকে দাবি করেছিলেন। কিছু সংবাদ মাধ্যমেও সে কথা উঠে এসেছিল। কিন্তু সত্যি কি তিনি লাল হলুদ ক্লাবে নিশ্চিত?

Advertisements

হয়তো না। আরিদাই ইস্টবেঙ্গল ক্লাবে এখনও হয়তো চূড়ান্ত হননি। শেষ পাওয়া খবর অনুযায়ী, স্প্যানিশ এই উইঙ্গারকে সই করানোর খুব কাছে রয়েছে ক্লাব। টাকা পয়সার বিষয়ে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। দিতে হতে পারে ট্রান্সফার ফি। এই বিষয়টা মিটে গেলেই হয়তো তিনি লাল হলুদে চূড়ান্ত হবেন।

   

এই ফুটবলার ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে সুনামের সঙ্গে খেলেছেন। ওড়িশা ফুটবল ক্লাবের হয়ে ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন। মাঝমাঠে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। সেই সঙ্গে উইং বরাবর দৌড় এবং এরিয়াল বলে মুন্সিয়ানা। সব মিলিয়ে লাল হলুদ ক্লাবের এই সই বেশ তারিফ যোগ্য।

Advertisements

এর আগে আরও একজন স্প্যানিশ ফুটবলারকে নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল। তিনি ইভান গঞ্জালেজ। ফুটবল ক্লাব গোয়ার হয়ে চুটিয়ে ফুটবল খেলেছেন। লাল হলুদ জার্সি পরে মাঠ নামবেন বলে মুখিয়ে রয়েছেন। এবার তাঁর সঙ্গে যুক্ত হলেন আরও এক স্পেনের ফুটবলার।