সিবিআই প্রাক্তন কর্তা উপেন বিশ্বাসের তৈরি চরিত্র রঞ্জন ওরফে চন্দন মণ্ডল, তাকে টেট কেলেঙ্কারি (TET Scam) মামলায় তলব করল কলকাতা হাইকোর্ট। তবে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত হচ্ছেন খোদ উপেনবাবু! তাঁকেও ডাকতে চলেছে আদালত। প্রাক্তন তৃণমূলী মন্ত্রীর বিরুদ্ধেও সুরারিশ ও অর্থ নিয়ে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে।
পড়ুন: Upendranath Biswas : ‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত’ আদালতের ভরসাযোগ্য উপেন বিশ্বাস
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার বাগদার রঞ্জনের কথা উল্লেখ করেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। উপেন বিশ্বাসের ভিডিও বার্তার কথা শুনে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
শুক্রবার কলকাতা হাইকোর্টে রঞ্জন বাগদার চন্দন মণ্ডলকে আআর নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রাথমিক শিক্ষক নিয়োগে মামলায় তদন্ত করতে নেমে সিবিআইয়ের হাতে একাধিক তথ্য প্রমাণ উঠে এসেছিল। সেখান থেকেই বারবার দাবি করা হচ্ছিল, নিয়োগের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিত্বদের হাত রয়েছে। রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে কোনও উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে।