অমরনাথ তীর্থযাত্রীকে বাঁচাতে গিয়ে ৩০০ ফুট নিচে ঘোড়াচালকের মৃত্যু

দক্ষিণ কাশ্মীরের পাহলগাম এলাকায় এক যাত্রীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ২২ বছর বয়েসী ঘোড়া চালকের। পাহাড় থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। নিহতের নাম ইমতিয়াজ…

অমরনাথ তীর্থযাত্রীকে বাঁচাতে গিয়ে ৩০০ ফুট নিচে ঘোড়াচালকের মৃত্যু

দক্ষিণ কাশ্মীরের পাহলগাম এলাকায় এক যাত্রীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ২২ বছর বয়েসী ঘোড়া চালকের। পাহাড় থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। নিহতের নাম ইমতিয়াজ খান। ইমতিয়াজ খুব অতিথিপরায়ণ এবং সাহায্যকারী ছিলেন বলে জানা যায়। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার আগে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন ইমতিয়াজ। আচমকাই তার দৃষ্টি পড়ে এক তীর্থযাত্রীর উপর। ওই তীর্থযাত্রী ঘোড়া চড়া অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলেন।

Advertisements

ইমতিয়াজ দেখেন যে ওই যাত্রী ঘুমাচ্ছে। ওই ব্যক্তি যে কোনো সময় পড়ে যেতে পারে। তিনি তীর্থযাত্রীকে জাগানোর চেষ্টা করেন। ঠিক সেই সময় তিনি নিজেই গভীর খাদে পড়ে যান। ইমতিয়াজের মামা নাজির আহমেদ খান জানান, তীর্থযাত্রীকে জাগানোর চেষ্টা করতে গিয়ে ইমতিয়াজ ভারসাম্য হারিয়ে পাহাড় থেকে পড়ে যান। তিনি ৩০০ ফুট নীচে পড়ে যান। মাউন্টেনিয়ার রেসকিউ টিম (এমআরটি) অনেক কষ্টে যুবক ঘোড়াচালকের মৃতদেহ উদ্ধার করেছে।

   

নাজির বলেছেন যে ইমতিয়াজ খান তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন এবং তার স্ত্রী, আট মাস বয়সী সন্তান, তার বাবা-মা এবং চার ভাইবোনের সংসার চালাতেন। ইমতিয়াজের বাবা আংশিকভাবে অন্ধ এবং পরিশ্রম করতে সক্ষম নন। তার তিন বোনের এখনও বিয়ে হয়নি। এখন সরকারের কাছ থেকে কিছু ক্ষতিপূরণ আশা করছে পরিবার। ইমতিয়াজ খানের মতো, আরও অনেক স্থানীয়রাও অতিথিদের বাঁচাতে এভাবে জীবন দিয়ে দেম এখানে।

Advertisements