আগামী ১৬ ই আগষ্ট ডুরান্ড কাপের ডার্বি (Kalakata derby) ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান দল। অর্থাৎ দেখতে গেলে হাতে এক মাস’ও সময় নেই দুই দলের প্রস্তুতি সাড়ার। কিন্তু মেগা ম্যাচ নিয়ে কিছু ভাবছেন না সবুজের মেরুন শিবির।
এইমুহুর্তে এটিকে মোহনবাগানের যা স্কোয়াড তাতে ‘স্ট্রাইকার’ ছাড়া আর অন্য কিছু পজিশনের ফুটবলার নিয়ে বিশেষ কিছু ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই এটিকে মোহনবাগানের।
সামনে ডুরান্ড কাপ, কিন্তু ফেরান্দোর ভাবনায় এখন এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ।আগামী ৭ ই সেপ্টেম্বর যুবভারতীতে সেমিফাইনাল।তার আগেই অবশ্য দল গুছিয়ে নিতে চাইছে এটিকে মোহনবাগান।এবং প্রস্তুতি নেওয়ার ক্ষেত্র হিসেবে তারা দেখছেন ডুরান্ড কাপ’কে।
২৯ জুলাই প্রাক্টিসে নামছে এটিকে মোহনবাগান,আর তার প্রস্তুতি নিতে আগামী ২৫ শে জুলাইয়ের মধ্যে দলের সকল ফুটবলার’কে প্রস্তুতি নিতে আসতে বলা হয়েছে।ইতিমধ্যে ফেরান্দো কর্মকর্তা’দের তিন চারটে প্রাক্টিস ম্যাচ আয়োজন করার পরামর্শ দিয়েছেন দলকে, তিনি নতুন মরশুম শুরু’র আগে শক্তি যাচাই করতে চান দলের।