21 july rally: করোনার জন্য ২১ জুলাই সমাবেশ বন্ধ করবেন মমতা? টিএমসি মহলেই গুঞ্জন

গত কয়েকদিন ধরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের কাছাকাছি। সেটাও থেকে সবচেয়ে বেশী নজরে রয়েছে শাসক দলের ২১ জুলাইয়ের (21 july rally) কর্মসূচি। প্রস্তুতি…

Mamata Banerjee _21 july rally

গত কয়েকদিন ধরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের কাছাকাছি। সেটাও থেকে সবচেয়ে বেশী নজরে রয়েছে শাসক দলের ২১ জুলাইয়ের (21 july rally) কর্মসূচি। প্রস্তুতি সভার বহর দেখে বোঝাই যাচ্ছে দিনক্ষন এগিয়ে আসছে৷ করোনার আতঙ্ককে টাটা বাই বাই বলে সবাই মেতেছে শহীদ সভায়৷ করোনার গ্রাফ দেখে কী চিন্তিত নন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী?

Advertisements

২০২০ থেকে ভারতে করোনার পর্ব শুরু হয়েছিল৷ করোনার দাপাদাপিতে তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে ভাটা পড়েছিল৷ এবারেও যে হারে সংখ্যা বাড়ছে, সেটা দেখে কী শেষ মুহুর্তে এসে মুখ্যমন্ত্রীকে সভা বাতিল করতে হবে না তো? তৃণমূলের অন্দরে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

   

শুক্রবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩০৬৭। গতকাল সেই সংখ্যা ছিল ২৮৩৯। আজ রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৬৫৯। করোনা নিয়ে আর মানুষের মধ্যে আতঙ্ক নেই ঠিকই। কিন্তু সাবধান মার নেই৷ বিশেষজ্ঞদের মতে, স্কুল-কলেজ, অফিস খুললেই আগামী দিনে বাড়তে পারে করোনার সংখ্যা৷ বিপদের জল যে একেবারে মাথার ওপর দিয়ে খুব শীঘ্রই বইতে শুরু করবে সেটা ভালোমতো আন্দাজ করতে পারছেন তাঁরা।

Advertisements

অন্যদিকে, ২১ জুলাইয়ের অনুষ্ঠান ভার্চুয়ালি করার দাবিতে কলকাতা হাইকোর্টে এবার জনস্বার্থ মামলা দায়ের করেন চিকিৎসক সঞ্জীব কুমার মুখ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, যেভাবে করোনার সংখ্যা হু হু করে বেড়ে চলেছে তাতে জনসমাবেশ ভার্চুয়ালি করাই ভালো। চিকিৎসকের কথায়, যদি ২১ জুলাই করতে হয়, তাহলে কতগুলি বিষয় মাথায় রাখা প্রয়োজন। এর মধ্যে রয়েছে, মাস্ক পরে থাকতে হবে। সমাবেশের গেটে স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। সামাজিক দূরত্ববিধি মানতে হবে সকলকে।

কিন্তু দুই বছর পর চলতি বছরে ২১ জুলাই নিয়ে বিরাট আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে৷ শহরের কোণায় কোণায় সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷ ২১ জুলাইয়ের অনুষ্ঠানে মানুষের ঢলে কোনও বিধিনিষেধ মানা হবে না সেটা বলাই বাহুল্য৷ আপাতত সবটাই নির্ভর করছে আদালতের ওপর৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে হবে মামলার শুনানি। সেখান থেকেই নির্ধারিত হবে তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠানের ভবিষ্যত৷