Train accident: দুভাগে বিভক্ত হয়ে ২০০ মিটার এগিয়ে গেল হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন

  Advertisements বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে বাঁচল ক্লোন এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে, উত্তর প্রদেশের বারাউনি নয়াদিল্লি ক্লোন স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায়…

Train accident: দুভাগে বিভক্ত হয়ে ২০০ মিটার এগিয়ে গেল হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন

 

Advertisements

বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে বাঁচল ক্লোন এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে, উত্তর প্রদেশের বারাউনি নয়াদিল্লি ক্লোন স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় হাওড়া-দিল্লি রেল লাইনের উপর সরাইভুপাট ও যশবন্তনগরের মধ্যে দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল।

   

এদিন ভোরে ক্লোন স্পেশালটি দু’ভাগে ভাগ হয়ে যাওয়ায় রেল দফতরে হইচই পড়ে যায়। উত্তর মধ্য রেলের জনসংযোগ আধিকারিক অমিত সিং বলেন, ০২৫৬৩ বারাউনি নিউ দিল্লি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনটি সরাই ভূপত যশবন্তনগর রেলওয়ে স্টেশনের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে।

Advertisements

এই ঘটনার পর, রেল বিভাগের প্রযুক্তিগত দলগুলিকে যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পাঠানো হয়। রেল জানিয়েছে, এহেন ঘটনা কীভাবে ঘটল সে বিষয়ে তদন্ত করা হবে। এদিন ভোর ৩টে ১৪ মিনিটে সরাই ভূপত রেল স্টেশন থেকে ক্লোন এক্সপ্রেস পার হতেই ৩টে ১৮ মিনিটে ট্রেনটি দু’ভাগে ভাগ হয়ে যায়। ইঞ্জিনটি প্রায় ২০০ মিটার এগিয়ে যায় এবং অন্যান্য কোচগুলি পিছনে থাকে।