ATK Mohun Bagan: এটিকে মোহনবাগান মাতাতে পারেন এই চেক তারকা

এবার চেকপ্রজাতন্ত্রের ফরোয়ার্ডের দিকে নজর রয়েছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। ফুটবলারের নাম Tomáš Pekhart। টটেনহ‍্যাম হটস্পারের ইউথ প্রোডাক্ট এই ফুটবলার পরবর্তী সময় সাউথ হাম্পটন,স্লাভিয়া…

Czech footballer Tomas Pekhart

এবার চেকপ্রজাতন্ত্রের ফরোয়ার্ডের দিকে নজর রয়েছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। ফুটবলারের নাম Tomáš Pekhart। টটেনহ‍্যাম হটস্পারের ইউথ প্রোডাক্ট এই ফুটবলার পরবর্তী সময় সাউথ হাম্পটন,স্লাভিয়া প্রাগ,জাবলোনেক,স্পার্টা প্রাগ,এইকে এথেন্স, লাস পালমাসে খেলেছিলেন তিনি।শেষে খেলছিলেন লেগিয়া ওয়ারশ’তে।পোল‍্যান্ডের এই ক্লাবের হয়ে ৬৭ ম‍্যাচে ৩৬ টা গোল করা এই ফুটবলার বর্তমানে ফ্রি এজেন্ট।খেলেছেন চেকপ্রজাতন্ত্রের জাতীয় দলের হয়েও।

Advertisements

সংশ্লিষ্ট বিদেশি ফুটবলার বর্তমানে ভারতে আসতে চাইছেন না বলেই জানা যাচ্ছে।এখনও ইউরোপের কোনও ক্লাবে খেলবেন বলেই মনোস্থির করে রেখেছেন তিনি।এবং যদিও বা এশিয়া’তে আসেন তবে ভারতে আসতে চাইছেন না বলে শোনা যাচ্ছে।

Advertisements
   

এছাড়া এক ব্রাজিলের ফুটবলারের নাম জড়িয়েছে এটিকে মোহনবাগানের সাথে।শোনা যাচ্ছে হেনরিক লুভানোরকে সই করাতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। সম্প্রতি মলডোভার জাতীয় দলের হয়ে চার ম‍্যাচে জোড়া গোল করে নজর কেড়েছিলেন এই ফুটবলার।এবার তার দিকেই নজর আছে এই ক্লাবের।একের পর এক ক্লাবের সাথে নাম জড়ালেও এখনও অবধি ডিল ডান করে উঠতে পারছেন না এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ।