আরও একজন বিদেশি ফুটবলারকে নেবে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। স্ট্রাইকার পজিশনে নেওয়া হতে পারে খেলোয়াড়। দলও বদলের মরসুমে বাগান ইতিমধ্যে চমক দিয়েছে। ফরাসি তারকা পল পোগবার দাদাকে সই করিয়েছে ক্লাব। আগামী দিনে আরও চমকের আশা করছেন ফুটবল প্রেমীরা।
সম্প্রতি দল গঠন নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন এটিকে মোহন বাগান কোচ জুয়ান ফেরান্দো। নতুন বিদেশি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। কোচ বলেছিলেন, “আরও একটু ধৈর্য্য ধরুন। বিষয়টা আমাদের ভাবনায় রয়েছে। সময় মতো ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।”
ফেরান্দোর লাইভ সেশনের পর থেকে এটিকে মোহন বাগানের সম্ভাব্য বিদেশিকে নিয়ে জল্পনা আরও বেড়েছে। ফুটবল প্রেমীদের একাংশের প্রশ্ন, ‘কবে সই সংবাদ জানাবে ক্লাব’। কেউ কেউ মনে করছেন খুব তাড়াতাড়ি হয়তো ক্লাবের পক্ষ থেকে নাম ঘোষণা করা হবে। যদিও সবাই তেমনটা মনে করছেন না।
ফুটবল মহলের একটা অংশ মনে করছেন, এখনই ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হবে না। আরও একটু দেখে নিয়ে তবে কিছু চূড়ান্ত করবে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম হেভিওয়েট দল। হয়তো এই মাসেই বিদেশি স্ট্রাইকারের নাম ঘোষণা করা হবে। কিন্তু সেটা এখনই নয়। মাসের শেষের দিকে সই সংবাদ পাওয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।