এখনও স্পষ্ট নয় মোহনবাগানের (ATK Mohun Bagan) এবারের কলকাতা লিগে (CFL) খেলবে কি না৷ বিষয়টা খতিয়ে দেখতে আইএফএ’র পক্ষ থেকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দুই সহ-সভাপতি স্বরুপ বিশ্বাস এবং সৌরভ পালকে।
আজ,সোমবার স্বরূপ বিশ্বাস আলোচনায় বসবে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সাথে । আইএফএ’র তরফে চিঠি দেওয়া হবে মোহনবাগানে৷ জানতে চাওয়া হবে, এবারের কলকাতা লিগে তাদের খেলা নিয়ে চিন্তা ভাবনা’র কথা।
এদিকে আইএফএ’র এমন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন ক্লাবের সচিব দেবশিস দত্ত৷ তিনি জানিয়েছে,ন এবার ডুরান্ড এবং এএফসি কাপের মতো টুর্নামেন্ট খেলবে মোহনবাগান৷ তা সত্ত্বেও শাস্তির হুমকি শুনতে হচ্ছে ক্লাবকে।” সব মিলিয়ে বলা চলে, এবারে এটিকে মোহনবাগানের কলকাতা লিগে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।