দক্ষিণ আফ্রিকার অন্যতম শহর জোহানেসবার্গে ভয়াবহ ঘটনা। বারে ঢুকে গুলি চালিয়ে কমপক্ষে ১৪ জনকে খুন করা হলো।
বিবিসির খবর, জোহানেসবার্গের সোয়েটো টাউনের একটি বারে হামলা হয়। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে। পরে আরও দু জন মারা যায়৷ গুলিবিদ্ধ মারাত্মক জখম আরও ১১ জন। তাদের চিকিৎসা চলছে৷
এপি জানাচ্ছে,জোহানেসবার্গের ওই পানশালায় পার্টি চলছিল৷ আচমকা এক ব্যক্তি সেখানে ঢুকে গুলি চালাতে থাকে।আতঙ্ক ছড়ায়৷ পইমই করে পালাতে শুরু করে সবাই৷ তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে,একাধিক ব্যক্তি হামলা চালিয়েছে৷
জোহানেসবার্গ জুড়ে জারি সতর্কতা। দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রশাসনিক কেন্দ্র এই শহর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জোহানেসবার্গে বহু বিদেশি পর্যটকরা আসেন।