দলবদলের বাজারে আরো একবার চমক দিতে প্রস্তুতি নিচ্ছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। এবছর বাংলার। ঐতিহ্যবাহী এই ফুটবল ক্লাব যে দল গড়ছে তা সত্যিই খুবই চমকপ্রদ। দেশ-বিদেশের একাধিক তারকা ফুটবলার’কে দলে তুলে নিয়ে নিজেদের শক্তি দারুণ বাড়িয়ে নিয়েছে তারা।
শোনা যাচ্ছে রাউন্ড গ্লাস পঞ্জাব এফসি’র ফুটবলার মাঝ মাঠের ফুটবলার কেন লুইস’কে এবার দলে নিতে চাইছে তারা। এর আগে মোহনবাগান, দিল্লি ডায়নামোস, পুনে সিটি, বেঙ্গালুরু, সুদেভা এফসি’তেও খেলেছিলেন তিনি। খেলেছেন পিফা,মাহিন্দ্রা ইউনাইটেড,টাটা ফুটবল অ্যাকাডেমির যুব দলের হয়ে। সংশ্লিষ্ট ফুটবলারের সাথে প্রাথমিক পর্যায়ের চুক্তিপত্র পাঠিয়েছে সাদা কালো ব্রিগেড।যদিও এখনও এবিষয় কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শুধু মাত্র মোহনবাগান নয়, ইস্টবেঙ্গল শিবিরের দিকেও নজর আছে মহামেডানের। সূত্রের খবর অনুযায়ী তারকা উইঙ্গার বিকাশ জাইরুকে দলে নিতে চলেছে মহামেডান। শেষ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে ১১ টা ম্যাচ খেলেছিলো জাইরু।মাঠের বাম প্রান্ত সচল রাখতে ভালোই পারেন তিনি।
জানা গেছে ইতিমধ্যে জাইরু’কে প্রস্তাব দিয়েছে মহামেডান। যাতে রাজি’ও হয়েছেন তিনি।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে জাইরু’র নাম ঘোষণা করা হবে।