নতুন দুজন বিদেশি ফুটবলারকে ইতিমধ্যে নিশ্চিত করেছে এটিকে মোহন বাগান (atk mohun bagan)। আরও সই বাকি রয়েছে। যার মধ্যে অন্তত একজন বিদেশি স্ট্রাইকার। বাগান সমর্থকদের প্রশ্ন, দলের প্রধান সেন্ট্রাল ফরোয়ার্ড কে হতে চলেছেন?
এই একই প্রশ্ন করা হয়েছিল কোচ জুয়ান ফেরান্দোকে। সমর্থকদের উদ্দেশ্যে তখন তিনি বলেছেন, “চিন্তা করবেন না। সঠিক সময়ে সব জানতে পারবেন। আমাদের ভাবনাতেও এই বিষয়টা রয়েছে।” ফেরান্দোর মতে, কোনও দলে একাধিক নামকরা ফুটবলার থাকতেই পারেন। কিন্তু এটা দেখা প্রয়োজন, স্কোয়াডের সঙ্গে সেই খেলোয়াড়ের মানসিকতা কতোটা মিলছে। ক্লাবের মনোভাব এবং ফুটবলারের মনোভাব মিলছে কি না সেটা দেখাও জরুরি। এসব দিক দেখার পরেই বিদেশি সেন্ট্রাল ফরোয়ার্ড নিশ্চিত করতে চাইছে এটিকে মোহন বাগান।
কিছু দিন আগে ছুটি কাটাতে গিয়েছিলেন জুয়ান। কিন্তু ছুটি সেই অর্থে কাটানো হয়নি। দল গঠন নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তাঁকে। একাধিক ফুটবলারকে ক্লাব রিলিজ করেছে। নতুন ফুটবলারদের দল সই করিয়েছে। সব মিলিয়ে নতুন মরসুমেও আশাবাদী বাগানের স্প্যানিশ কোচ। গতবার খেতাব হাতছাড়া হলেও দলের খেলায় তিনি খুশি।
কথোপকথনে উঠে এসেছিল অতিমারি প্পরিস্থিতির কথা। আগের সিজনে একাধিকবার অতিমারি, জৈব বলয় ইত্যাদি কারণে ভুগতে হয়েছিল ক্লাবগুলোকে। বেড়েছিল চোট সমস্যা। সেই দিনগুলো এখনও ভোলেননি জুয়ান। নতুন মরসুমে এরকম কিছু হবে না বলে তিনি আশা করছেন। একই সঙ্গে জুনিয়র ফুটবলারদের তুলে নিয়ে আসার ব্যাপারে তিনি আশার আলো দেখছেন।