সমর্থকদের উপহার দিতে নয়া অ্যাপস লঞ্চ করছে ATK Mohun Bagan

দল গঠনের পাশাপাশি এবছর আরও নানান ক্ষেত্রে চমক দিচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বৃহস্পতিবার মিটেছে ক্লাবের কার্যকর কমিটির সভা। এবং সেখানে নানান বিষয় উঠে…

Mohun Bagan new apps

দল গঠনের পাশাপাশি এবছর আরও নানান ক্ষেত্রে চমক দিচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বৃহস্পতিবার মিটেছে ক্লাবের কার্যকর কমিটির সভা। এবং সেখানে নানান বিষয় উঠে এসেছে আলোচনায়‌।এবার আসতে চলেছে ক্লাবের নতুন অ্যাপস।

Advertisements

এর আগে যে ATK MB অ্যাপ টা ছিলো, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে‌।আসবে ঝাঁ চকচকে আরও একটি অ্যাপ,যার নাম Mohunbagan 1889, ইতিমধ্যে সেই অ্যাপ তৈরির কাজ প্রাথমিক পর্যায়ে আছে, তবে তা আগামী ২৯ শে জুলাই মোহনবাগান দিবসের দিন লঞ্চ করা হবে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।

   

এদিকে, এবার প্রাক মরশুম প্রস্তুতি নিজেদের ঘরের মাঠে সারতে পারে সবুজ মেরুন শিবির। শেষ এটিকে মোহনবাগানের মাঠ সম্পর্কে আপডেট দেওয়ার সময় আমরা আপনাদের জানিয়েছিলাম,অতি দ্রুত সেরে ফেলার চেষ্টা চালানো হচ্ছে এটিকে মোহনবাগান মাঠ ঠিক করার কাজ। অত‍্যাধুনিক ভাবে গড়ে তোলা হচ্ছে। তার কাজ প্রায় শেষের পথে।

Advertisements

আগামী ২৯ জুলাই মোহনবাগানের দিবসের দিন ফেরান্দো তার দলবল নিয়ে মাঠে নামতে পারে এমনটাই শোনা যাচ্ছে, কিন্তু ওইদিন ক্লাবের এতো বিরাট মাপের অনুষ্ঠান,একাধিক কর্মসূচী তো আছেই, তা সেইদিন হয়তো তেমন ভাবে প্রাক্টিস নাও করতে পারে দল।তবে সমর্থক’রা নিশ্চিত ভাবে খুশি হবে এই খবর পেয়ে,কারণ এবার তারা তাদের পছন্দের ফুটবলার’দের ফের আরেকবার হাতের নাগালে পেতে চলেছে।