Canning Murder: গোষ্ঠিদ্বন্দ্বের জেরে ক্যানিংয়ে তৃণমূল সমর্থকরা খুন? তদন্ত চলছে

ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্য সহ মোট তিন তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের (Canning Murder) ঘটনায় চার জনকে আটক করল পুলিশ। এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত রফিকুল সর্দার…

Canning Murder: গোষ্ঠিদ্বন্দ্বের জেরে ক্যানিংয়ে তৃণমূল সমর্থকরা খুন? তদন্ত চলছে

ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্য সহ মোট তিন তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের (Canning Murder) ঘটনায় চার জনকে আটক করল পুলিশ। এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত রফিকুল সর্দার নিজেও তৃণমূল কর্মী।

বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ ক্যানিংয়ের পিয়ারের পার্ক এলাকায় এই খুনের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের পাশে একটি চাষের জমিতে আগে থেকেই অপেক্ষা করছিল হামলাকারীরা। সবজি ক্ষেতে কাজ করার অভিনয় কছিল তারা। এরপর স্বপন মাঝি, ঝন্টু হালদার এবং পাঁচু শিকারিরা আসতেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। স্বপন মাঝিকে গুলি করার পর বাকিরা পালিয়ে বাঁচার চেষ্টা করে। সেই সময়েই বাকি দুই জনকে গুলি করে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেওয়া হয়।

কী কারণে স্বপন মাঝিকে খুন হতে হল তা তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলায় টিএমসির গোষ্ঠিদ্বন্দ্বের কারণে খুন বলে অভিযোগ বিজেপি ও সিপিআইএমের। তবে তৃণমূলের দাবি, বিজেপি জড়িত এই খুনের ঘটনায়।

Advertisements

এদিকে মূল অভিযুক্ত টিএমসি নেতা রফিকুল সর্দারের ক্যানিংয়ের ধর্মতলার বাড়ি গতকাল ভাঙচুর করা হয়। জানা যাচ্ছে, ৫ মাস আগেই একটি খুনের মামলায় জামিন পেয়ে জেল থেকে বাইরে আসে। রফিকুলের খোঁজে দুই দফায় তার বাড়িতে উপস্থিত হয় পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি।