Kolkata: চাঁদা তুলে পুরনো শিবমন্দির সংস্কার করল ৪০ মুসলিম যুবক

ফের সম্প্রীতির ঘটনার সাক্ষী থাকল কলকাতা।  কলকাতায় ধর্মীয় বিদ্বেষ দূর করে টালা পার্কের কাছে ওলাচণ্ডী রোড এলাকায় পুরনো শিবমন্দিরটি নতুন করে গড়ে তুলে নেওয়ার দায়িত্ব…

ফের সম্প্রীতির ঘটনার সাক্ষী থাকল কলকাতা।  কলকাতায় ধর্মীয় বিদ্বেষ দূর করে টালা পার্কের কাছে ওলাচণ্ডী রোড এলাকায় পুরনো শিবমন্দিরটি নতুন করে গড়ে তুলে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেয় মুসলিম-সহ বিভিন্ন ধর্মের ৪০ জন যুবক।

জানা গিয়েছে, আফতাব খান, ফিরোজ খান এবং অমৃত লিম্বু গত ৬ মাসে মন্দিরটি পুনর্নির্মাণের জন্য তাদের সমস্ত সময় এবং প্রচেষ্টা ব্যয় করেছিলেন। সকলে মিলে মন্দিরটি পুনর্নির্মাণের জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছিল।

জানা গিয়েছে, শিব মন্দিরের উপর মানুষের অনেক বিশ্বাস রয়েছে, কিন্তু এই মন্দিরটি খুব জরাজীর্ণ হয়ে পড়েছিল। এই কারণে, কিছু যুবক মন্দিরটি পুনর্নির্মাণের কথা ভেবেছিল। তারপরে তাঁরা সকলে মিলে মন্দিরের পুনর্নির্মাণের জন্য ক্রাউড ফান্ডিং শুরু করে।

আফতাব নামের এক মুসলিম যুবক জানান, ‘মন্দির পুনর্নির্মাণের জন্য প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন। শুধু ক্রাউড ফান্ডিং থেকে এত বড় অংকের অর্থ সংগ্রহ করা খুব কঠিন ছিল, কিন্তু গত বছরের ডিসেম্বরে, এলাকার প্রায় ৪০ জন যুবক এটি চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর আমরা ডোর-টু-ডোর যোগাযোগ করি। তারা সবাই সাধ্যমতো দান করেছেন। সেই সঙ্গে আমার সঙ্গে বহু যুবক-যুবতী তাঁদের বেতনের একটা বড় অংশ মন্দিরের তহবিলে দান করেছেন।’

আফতাব বলেন, ‘আমরা বর্ষার আগেই কাজটি শেষ করতে চেয়েছিলাম। আমাদের অর্থের অভাব ছিল, যার কারণে আমরা স্ক্র্যাচ থেকে মন্দিরটি তৈরি করেছিলাম। সেই সঙ্গে কাঠামোর ভিত্তিতে মন্দিরের জল যাতে জমে না যায়, তার জন্য উঁচু করে দেওয়া হয়। সেই সঙ্গে আমাদের একদল মধ্যপ্রদেশে গিয়ে সেখান থেকে শিবলিঙ্গ নিয়ে আসে।’