ইস্টবেঙ্গল (east bengal) এবং ইমামির (emami) মধ্যে এখনও পর্যন্ত সুই হয়নি। বুধবার সই হলেও হতে পারে এমন একটা সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত এদিন সই হওয়ার মতো পরিস্থিতি দেখছেন না ফুটবল মহলের একাংশ। অথচ দুই পক্ষের কর্তারা কলকাতাতেই রয়েছেন।
বুধবার সুই হতে পারে, এমনও সম্ভাবনার কথা ইস্টবেঙ্গল সমর্থকদের কানেও পৌঁছেছে। তাঁরাও বুধবার সকাল থেকে বহুল প্রত্যাশিত সেই খবরের আসায় প্রহর গুনছেন। দুপুর পর্যন্ত আশানুরূপ খবর পাওয়া যায়নি। বিকেল কিংবা সন্ধ্যে নাগাদ সুখবর যদি পাওয়া যায়, সেই আশায় এখনও অনেকেই ফোনের স্ক্রিনে মাঝে মধ্যে চোখ বোলাচ্ছেন।
এখনও পর্যন্ত যা খবর, ইস্টবেঙ্গল কর্তারা এবং ইমামি গোষ্ঠীর কর্তারা কলকাতাতেই রয়েছে। তাঁরা যে যার নিজেদের কাজ নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন বলে ময়দানের খবর।
কর্তা কিংবা দুই তরফের সঙ্গে যুক্ত সকলেই কলকাতায় রয়েছেন বলে জানা যাচ্ছে। তবু অনেক প্রশ্নের উত্তর এখনও অমিল। ‘পাবলিক ক্লাব’ হিসেবে সমর্থকদের কাছে নেই বহু প্রশ্নের উত্তর। সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে কেন হচ্ছে না সই? লাল হলুদ ক্লাবের তরফে বলা হয়েছিল, আলোচনা ভালই এগিয়েছে। ইমামি কর্তাও জানিয়েছিলেন, তাঁরা আশাবাদী। এতো সব কিছুর পরেও এখনও হয়নি সই। অন্য দিকে লাল হলুদ অনুগামীদের একাংশর কোম্পানিকে পরামর্শ, ‘সব দেখে নিয়ে তবেই সিদ্ধান্ত নিন।’