ফের মহার্ঘ হল রান্নার গ্যাস

মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে ফের একবার মহার্ঘ হল রান্নার গ্যাসের দাম। জানা গিয়েছে, ৫০ টাকা বেড়েছে সেই মূল্য। ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম কলকাতায় ১০২৯…

ফের মহার্ঘ হল রান্নার গ্যাস

মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে ফের একবার মহার্ঘ হল রান্নার গ্যাসের দাম। জানা গিয়েছে, ৫০ টাকা বেড়েছে সেই মূল্য। ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম কলকাতায় ১০২৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭৯/- টাকা।

Advertisements

অন্যদিকে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে হয়েছে ১০৫৩ টাকা। সেইসঙ্গে মুম্বইয়ে এখন থেকে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ১০০২.৫০-এর বদলে ১,০৫২.৫০ টাকা হয়েছে। একই সঙ্গে কোনও গ্রাহককে আজ থেকে চেন্নাইয়ে ১০৫৮.৫০-এর পরিবর্তে ১০৬৮.৫০ খরচ করতে হবে গ্যাস সিলিন্ডারের জন্য।

   

উল্লেখ্য, এর আগে, ৭ মে সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল। গত এক বছরে দিল্লিতে গার্হস্থ্য এলপিজি (এলপিজি) সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০৩ টাকা। ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি (এলপিজি) সিলিন্ডারের দাম সর্বশেষ ২০২২ সালের ১৯ মে ৪ টাকা বাড়ানো হয়েছিল।

Advertisements