India vs England Test: বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় সমর্থকরা, এজবাস্টনে চরম হেনস্থা

এজবাস্টনে ভারতীয় সমর্থকদের লাগাতার বর্ণবিদ্বেষমূলক (Racism) আক্রমণের অভিযোগ উঠল ইংরেজ সমর্থকদের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কোনও ক্রিকেটারের উদ্দেশ্যে মন্তব্য না করা হলেও, গ্যালারিতে একবার নয়…

fifth Test between England and India hit by racism

এজবাস্টনে ভারতীয় সমর্থকদের লাগাতার বর্ণবিদ্বেষমূলক (Racism) আক্রমণের অভিযোগ উঠল ইংরেজ সমর্থকদের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কোনও ক্রিকেটারের উদ্দেশ্যে মন্তব্য না করা হলেও, গ্যালারিতে একবার নয় দুবার বর্ণবিদ্বেষমূলক আক্রমণের শিকার হলেন ভারতীয় সমর্থকরা।

Advertisements

এজবাস্টনের ভারত বনাম ইংল্য়ান্ডের চতুর্থ দিনের খেলা চলাকালীন বশ কিছু ইংরেজ সমর্থক প্রথম থেকেই অভব্য আচরণ করছিল। উন্মত্ত ছিলেন তারা। অভিযোগ, মাঠের নিরাপত্তারক্ষীরা এসব দেখা সত্ত্বেও নীরব ছিলেন। এমনকী তাঁদের বিরুদ্ধে এইসব কাণ্ডকারখানায় উৎসাহ দেওয়ার অভিযোগও উঠেছে। বহু ভারতীয় সমর্থক সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, তাদের উদ্দেশ্য করে কটূক্তি করেছেন ইংরেজ ক্রিকেট সমর্থকরা। বিদ্বেষপূর্ণ কটাক্ষ, অঙ্গভঙ্গি সবই করতে দেখা যায় ইংরেজ সমর্থকদের। সেসব ভিডিও-ও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements
   

ঘটনায় ইতিমধ্যেই তোলপার সোশ্যাল মিডিয়া। গুরুত্ব বুঝতে পেরে তড়িঘড়ি ক্ষমা চেয়ে তদন্তের আশ্বাস দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারত আর্মি নামে একটি সমর্থকদের সংগঠন টুইট করে লেখে, ‘আমাদের বহু সমর্থককে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে। এজবাস্টন স্টেডিয়ামের কর্তৃপক্ষের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। ধন্যবাদ সেই সব ইংরেজ সমর্থককে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল।’