খাদে বাস পড়ে মৃত কমপক্ষে পড়ুয়া সহ ১৬ জন

এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। জানা গিয়েছে, কুলু জেলার নিওলি-শানশের সড়কে সয়ঞ্জ উপত্যকার জাংলা এলাকায় একটি বেসরকারি বাস খাদে পড়ে বেশ…

খাদে বাস পড়ে মৃত কমপক্ষে পড়ুয়া সহ ১৬ জন

এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। জানা গিয়েছে, কুলু জেলার নিওলি-শানশের সড়কে সয়ঞ্জ উপত্যকার জাংলা এলাকায় একটি বেসরকারি বাস খাদে পড়ে বেশ কয়েকজন পড়ুয়া সহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে, কুলু থেকে দলগুলি ঘটনাস্থলে চলে গেছে। সূত্রের খবর, স্কুল বাসটি কুলু থেকে সাইঞ্জ-এর দিকে যাচ্ছিল সাইঞ্জ উপত্যকার নিওলি-শানশের রোডে। যদিও আশঙ্কা করা হচ্ছে যে আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে।

Advertisements
   

এদিকে এহেন মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং আহতদের আরোগ্য কামনা করেছেন। তিনি টুইট করেন, কুল্লুর সায়ঞ্জ উপত্যকায় একটি বেসরকারি বাসের দুর্ঘটনার মর্মান্তিক খবর পাওয়া গেল। গোটা প্রশাসন ঘটনাস্থলে রয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঈশ্বর এই ঘটনায় বিদেহী আত্মার শান্তি দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ক্ষমতা দিক।’