বাড়িতে বসেই করে নিন হেয়ার স্পা (hair spa)। কি ভাবছেন? পার্লারে কত রকমের প্রােডাক্ট ব্যবহার করা হয়, সেগুলাে বাড়িতে কোথায় পাবেন? সব কিছুরই সমাধান আছে কিন্তু আপনার হাতের কাছেই।
প্রথম ধাপ- হেয়ার অয়েল
- হেয়ার স্পা’র প্রথম ধাপই হল অয়েল মাসাজ।
- আপনি রােজ যে অয়েল ইউজ করেন। সেই তেলও ব্যবহার করতে পারেন। নাহলে নারকেল তেল আর অলিভ অয়েল একসঙ্গে মিশ্রণ বানিযে, চুলে লাগান।
- অলিভ অয়েল না পেলে নারকেল তেলের সাথে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে লাগান।
তেল স্ক্যাল্পে লাগানাের আগে, হালকা গরম করে নিন। - এবার ভালাে ভাবে হালকা হাতে মাসাজ করুন।
দ্বিতীয় ধাপ- স্টিম
- তেল মাখার পরবর্তী ধাপ হল স্টিমিং। অর্থাৎ মাথায় গরম ভাপ দেওয়া।
- এতে রক্ত সঞ্চালন ভালাে হয়।
বাড়িতে কীভাবে স্টিম করবেন?
- স্টিম করার জন্য, প্রথমে একটি পাত্রে জল গরম করুন।
- তারপর এতে একটা পরিষ্কার তােয়ালে ভেজান।
- এবার এই গরম তােয়ালে মাথায় জড়িয়ে রাখুন ৫ মিনিট।
দেখবেন জল যেন, বেশি গরম না হ্য।
তৃতীয় ধাপ- স্ক্যাল্প পরিষ্কার
- যে তেল স্ক্যাল্পে বসে গেছে সেটা এবার পরিষ্কার করতে হবে।
- মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
- শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাবেন অবশ্যই।
চতুর্থ ধাপ – হেয়ার প্যাক
এবার চুলকে পুষ্টি দেওয়ার জন্য হেয়ার প্যাক লাগাতে হবে।
মধু ও দইয়ের প্যাক
২ চামচ দই ও ১ চামচ মধু একসঙ্গে ভালাে করে মিশিয়ে নিন। এবার পুরাে চুলে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ড্রাই হোরের জন্য ব্যবহার করতে পারেন হাফ কাপ মধু, ২ চামচ অলিভ অযেল ও একটা ডিমের কুসুম। ভালাে করে সব উপকরণগুলাে মেশান। এবার এটা স্কাল্পসহ চুলে ভালাে করে লাগান। মিনিট ২০ অপেক্ষা করুন। যাঁদের রুক্ষ চুল, তাঁদের জন্য এই প্যাক খুব ভালাে।
ডিমের প্যাক ১ থেকে ২টি ডিম ভালাে করে ফেটিয়ে নিয়ে চুলে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এটা সবরকম চুলেই ব্যবহার করা যায়।
পঞ্চম ধাপ -চুল পরিষ্কার করে ফেলুন
এর মধ্যে যে কোনাে হেয়ার প্যাকই লাগাতে পারেন। তবে অবশ্যই চুলের ধরন। অনুযায়ী হেয়ার প্যাক ব্যবহার করবেন।
- হালকা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর কন্ডিশনার করে নিন।
- মাথা মুছে নিন টাওয়েল দিযে৷ হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।।
- চুল আধ শুকনাে হয়ে এলে মােটা দাঁড়ার ব্রাশ বা চিরুনি দিয়ে আঁচড়ে আঁচড়ে জট ছাড়িয়ে নিন।।
বাড়িতে বসেই করে নিন হ্যোর স্পা ট্রিটমেন্ট। এরজন্য শুধু দরকার নিজের জন্যে একটু সময়। মাসে দু-বার করে স্পা করুন। ব্যস এরপর চুল নিয়ে কোনও সমস্যায় পড়তে হবে না। আর আপনিও পেয়ে যাবেন ঝলমলে রেশমের মতাে চুল।