Rafael Lopes : পর্তুগিজ তারকাকে নিয়ে ক্লাবের অন্দরেই বিস্ময়

পর্তুগিজ তারকাকে (Rafael Lopes) নিয়ে জল্পনা অব্যাহত। বিষয়টি এমনই পর্যায়ে রয়েছে যে তিরে এসে তরী ডুবতে পারে। পর্তুগালের (Portugal) বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে বেশ…

rafael lopes

short-samachar

পর্তুগিজ তারকাকে (Rafael Lopes) নিয়ে জল্পনা অব্যাহত। বিষয়টি এমনই পর্যায়ে রয়েছে যে তিরে এসে তরী ডুবতে পারে। পর্তুগালের (Portugal) বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন রাফায়েল লোপেজ। সিনিয়র ক্লাব কেরিয়ারে বহু ক্লাবে খেলেছেন এই পর্তুগিজ। গোলও করেছেন বহু।

   

ফুটবল মহলে রাফায়েল লোপেজকে নিয়ে আলোচনা চলছে দীর্ঘ দিন ধরে। ক্লাবের বাইরে বারংবার খবর বেরিয়ে আসায় কেরালা ব্লাস্টার্স কর্মকর্তারাও খুব একটা খুশি ছিলেন না। আপাতত যা আপডেট তাতে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এখনও উজ্জ্বল নয়। বরং বলা চলে আলোচনা চলছে।

আরও পড়ুন: Rafael Lopes: রোনাল্ডোর দেশের ফুটবলারকে দলে পেতে চাইছে এই ফুটবল ক্লাব

এ-ও জানা গিয়েছে, কেরালা ব্লাস্টার্স টিম ম্যানেজমেন্ট রাফায়েল লোপেজকে পাখির চোখ করেছে এমন ভাবনা বা তথ্যের ভিত খুব দুর্বল। এরই মধ্যে জল্পনা বৃদ্ধি করেছিল লোপেজের সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিটি। ইনস্টাগ্রাম আইডি থেকে তিনি ওয়েস্টার্ন সিডনিকে আনফলো করে দিয়েছেন।

পর্তুগালের একাধিক ডিভিশনের ক্লাবে খেলেছেন রাফায়েল। এছাড়া সাইপ্রাস এবং পোল‍্যান্ডের ক্লাবেও খেলতে দেখা গেছে তাকে। বর্তমানে তিনি খেলেন পোল‍্যান্ডের অন‍্যতম সফল ক্লাব লেগিয়া ওয়ারশা’তে। তার বর্তমান ক্লাবের সাথে ডিসেম্বর মাস অবধি চুক্তি আছে। পর্তুগালের যুব দলের হয়ে ১১ টা ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই আক্রমণ ভাগের ফুটবলারের।