ফের ধস নামল মণিপুরে

এখনও উদ্ধারকাজ চলছে, তারই মাঝে ফের ধস নামল মণিপুরে। ঘটনাস্থল মণিপুরের নোনি। জানা গিয়েছে, শনিবার ট্র্যাজেডিসাইটের কাছে আরেকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এন বীরেন…

ফের ধস নামল মণিপুরে

এখনও উদ্ধারকাজ চলছে, তারই মাঝে ফের ধস নামল মণিপুরে। ঘটনাস্থল মণিপুরের নোনি। জানা গিয়েছে, শনিবার ট্র্যাজেডিসাইটের কাছে আরেকটি ভূমিধসের ঘটনা ঘটেছে।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এন বীরেন এই ঘটনাকে “রাজ্যের ইতিহাসের সবচেয়ে খারাপ ঘটনা” বলে অভিহিত করেছে। সম্প্রতি জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত নির্মাণাধীন রেলপথের সুরক্ষার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর ১০৭ টেরিটোরিয়াল আর্মির কোম্পানির অবস্থানের কাছে ভূমিধসের ঘটনা ঘটে।

জানা গিয়েছে, শনিবারই আসাম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি, এসডিআরএফ এবং এনডিআরএফ সহ ভারতীয় সেনাবাহিনী ১৩ জন টেরিটোরিয়াল আর্মি কর্মী এবং পাঁচজন সাধারণ নাগরিককে উদ্ধার করেছে।

Advertisements

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘টেরিটোরিয়াল আর্মির সদস্যদের মরদেহ সম্পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে নিজ নিজ স্টেশনে পাঠানো হচ্ছে। ১৫ জন নিখোঁজ টেরিটোরিয়াল আর্মি কর্মী এবং ২৯ জন বেসামরিক নাগরিকের সন্ধান অব্যাহত থাকবে।’