প্রথম ফুটবলার হিসেবে এই তারকাকে সই করাচ্ছে East Bengal

বর্তমানে ইস্টবেঙ্গলের (East Bengal) সাথে চুক্তি নিয়ে তৈরি হওয়া সমস্যা অনেক টাই মিটে যাওয়ার পথ৷ কয়েক দিনের মধ্যেই দুই পক্ষের চুক্তি হয়ে যাবে, তাই এবার…

mobashir rahman

বর্তমানে ইস্টবেঙ্গলের (East Bengal) সাথে চুক্তি নিয়ে তৈরি হওয়া সমস্যা অনেক টাই মিটে যাওয়ার পথ৷ কয়েক দিনের মধ্যেই দুই পক্ষের চুক্তি হয়ে যাবে, তাই এবার সরাসরি ফুটবলার বাছাই করার ক্ষেত্রে তৎপর তারা।

চুক্তি নিয়ে বহুসময় জারি আছে ডামাডোল,তাই বেশ কিছু ফুটবলার ক্লাব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন, ইতিমধ্যে ছেড়েছেন’ও কয়েক জন।তালিকায় ঢুকে পড়ছিলেন মোবাশির রহমান।কিন্তু দুই পক্ষের মিলিত হয়ে মোবাশির’কে বোঝালে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে দাড়ান।এবং শোনা যাচ্ছে আসন্ন মরশুমে প্রথম ফুটবলার হিসেবে সই করবেন তিনি‌।

এদিকে মোবাশির নিশ্চিত হলেও এখনও নিশ্চিত নন হীরা।সদ‍্য একটি খবর’কে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গেছিলো ইস্টবেঙ্গলে।ক্লাবের চুক্তিজঁট পুরোপুরি না কাটায় আগামী মরশুমের জন্য সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি’তে সই করে দিয়েছেন লাল হলুদ তারকা হীরা মন্ডল।ইতিমধ্যে মহম্মদ রফিক,শংকর রায়ের মতো ফুটবলাররা ক্লাব ছাড়ায় আতঙ্কিত হয়ে পড়েছিল লাল হলুদের সমর্থক’রা।গত আইপিএল মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিল হীরা।

গত মরশুমে ১৬ টি ম‍্যাচ খেলেছিলেন তিনি, গোটা ইস্টবেঙ্গল দলের পারফরম্যান্স যখন ভেন্টিলেশনে ছিলো, তখন এই বঙ্গ তনয়ের পারফরম্যান্স অক্সিজেন জুগিয়েছিলো লাল হলুদ’কে।এমন ফুটবলারের দিকে যে বাদবাকি ক্লাব গুলোর নজর থাকবে সেটাই স্বাভাবিক এবং বাস্তবে হয়েছিলো এমনটাই।কিন্তু এমন প্রতিভাবান ফুটবলার হাতছাড়া হয়ে যাক এমনটা চাইনি কেউই।তাই বিষয়টা ইস্টবেঙ্গলের কর্তারা ইমামি’কে জানায়।এবং তারপর দুই পক্ষের উদ‍্যোগে হীরা’কে বাড়িতে গিয়ে বোঝনো হয়।হীরা খানিকটা রাজি আছে তার প্রিয় ক্লাবে থাকার জন্য এমনটাই মনে করা হচ্ছে।তবে তাকে দলে ধরে রাখতে হলে বেঙ্গালুরু’র কর্মকর্তাদের সাথেও আলোচনা করতে হবে ইস্টবেঙ্গল’কে ।কারণ সংশ্লিষ্ট ফুটবলারের চুক্তির যা পরিস্থিতি তাতে বেঙ্গালুরু’র তরফে গ্রিন সিগন্যাল না পাওয়া গেলে হীরা’কে হারাতেই পারে লাল হলুদ শিবির।