ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত। বৃহস্পতিবার একটি বিজ্ঞতির মাধ্যমে সেগুলো জানানো হয়েছে। যার মধ্যে অন্যতম বিনিয়োগকারী প্রসঙ্গ।
বিজ্ঞপ্তির প্রথম পয়েন্টে লেখা রয়েছে, “মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেক বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স বিভাগের জন্য প্রতিভা অন্বেষণ করবো… আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করা শুরু করলাম।”
চার পয়েন্টের বিজ্ঞপ্তির দুই নম্বর পয়েন্টে লেখা রয়েছে বিনিয়োগকারী প্রসঙ্গ। ” ফুটবলের জন্য আমরা গতকাল ইনভেস্টরের সঙ্গে আলোচনায় বসেছিলাম। সমস্ত বিষয়টা সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে এগোচ্ছে।”
ফুটবলের পাশাপাশি অন্যান্য বিভাগ নিয়ে ভেবেছে ইস্টবেঙ্গল ক্লাব। হকি এবং ক্রিকেটের বিষয়ে কর্তারা আলোচনা করেছেন। বিজ্ঞপ্তির অন্তিম বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। সম্প্রতি জানা গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিব পদ থেকে ইস্তফা দিয়ে পত্র দিয়েছেন সৈকত গাঙ্গুলি। কর্তারা তাঁর পত্র গ্রহণ করেননি বলেই জানা গিয়েছিল। বিজ্ঞপ্তিতে সৈকতের নাম রয়েছে।