মহারাষ্ট্রে সফল হয়েছে অপারেশন লোটাস, অর্খাত বিরোধীপক্ষের বিধায়ক টেনে নিয়ে বিজেপি সরকার গঠনের প্রক্রিশ্রা। (Maharashtra Crisis) বিদ্রোহী শিব সেনা বিধায়কদের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী পদে বসছেন দেবেন্দ্র ফড়নবিশ।
গোয়ার পানাজি বিমানবন্দর থেকে সোজা মুম্বই পৌঁছলেন একনাথ শিন্ডে। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাসভবন থেকে দুজনেই রাজভবনে উপস্থিত হলেন। আজই রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে সরকার গঠনের প্রস্তাব রাখবেন তাঁরা।
শিন্ডে মুম্বই উপস্থিত হলেও ছিলেন না বিক্ষুব্ধ শিবিরের বাকি বিধায়করা। তারা মুম্বই ফিরলেই শিব সেনার উদ্ভব ঠাকরের সমর্থকরা হামলা করতে পারে। এমনই আশঙ্কায় মুম্বই সহ পুরো রাজ্যে জারি হয়েছে সতর্কতা।
সূত্রের খবর, দেবেন্দ্র ফড়নবিশের সরকারে মন্ত্রিসভার সদস্যপদ পেতে চলেছেন মোট ৩৮ জন বিধায়ক। এর মধ্যে ২১ জন বিজেপির এবং বাকি ১৩ জন শিন্ডে শিবিরের বিধায়ক বলে জানা গেছে। ১ জুলাই দু দফায় মন্ত্রিসভার সদস্য পদে শপথ নেবেন তাঁরা।