Maharashtra Crisis: টলমল অবস্থায় মহারাষ্ট্র সরকার৷ এর পিছনে বিজেপির আঁতাত প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে৷ গোটা বিষয়টাকে বিজেপি ওয়েট অ্যান্ড ওয়াচে রাখলেও সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে শিব সেনানেতা বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের গোপন বৈঠক হয়েছে গুজরাটে।
জানা যাচ্ছে, শুক্রবার ভাদোদরায় এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ বিমানে চড়ে ভাদোদরা থেকে ফের গুয়াহাটি ফিরে যান একনাথ শিন্ডে। সেখানে আছেন শিব সেনার প্রায় ৪০ জন বিদ্রোহী বিধায়ক। চাপ বাড়াতে এদের মধ্যে ১৬ জনের বিধায়ক পদ খারিজের দাবিতে তৎপরতা দেখাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আর শিন্ডে শিবির চায় বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করতে।
মহারাষ্ট্রে অ-বিজেপি জোট সরকার রক্ষায় শেষ চেষ্টা করে যাচ্ছেন মহাবিকাশ আগাধি জোটের অন্য দুই শরিক এনসিপি এবং কংগ্রেস। জোটের স্থপতি তথা এনসিপি নেতা শরদ পাওয়ারের পরামর্শে উদ্ভব ঠাকরে অনাস্থা ভোটের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিরাট প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন একনাথ শিন্ডের শিবিরকে৷ এবার শিবির বদল করে মুখ্যমন্ত্রী উদ্ভবকে কোণঠাসা করতে চায় শিন্ডে শিবির।