অসহায় তালিবান জঙ্গিদের সরকার। তারা নিজেরাই চিকিৎসা ব্যবস্থাকে ধংস করেছে আগেই। আর ভূমিকম্পে বহু মৃত্যুর পর তালিবানদের আর্তনাদ ছিল বাঁচাও আমাদের।
মানবিকতার খাতিরে ভূমিকম্প বিদ্ধস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল ভারত। পিটিআই ও অল ইন্ডিয়া রেডিও জানাচ্ছে, ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্থানে ভারতের তরফে প্রথম দফায় ত্রাণসামগ্রী কাবুলে পৌঁছে গেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এরপর আরও সাহায্য পাঠানো হবে। ভারতীয় প্রযুক্তিবিদদের একটি দল আফগানিস্তানে পৌঁছেছে।
ভয়াবহ পরিস্থিতি আফগানিস্তানে। মৃতদেহ গণকবর দেওয়ার কাজ চলছে। তালিবান জঙ্গিদের সরকার রীতিমতো অসহায়। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র আফগান কর্তৃত্ব ছেড়ে দেওয়ার পর যাবতীয় আন্তর্জাতিক সাহায্য বন্ধ। কূটনৈতিক কারণে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি কোনও দেশ।
এদিকে ভূমিকম্পে নিহতের সংখ্যার হাজারের বেশি। খাদ্যভাব, চিকিৎসা অভাবে আফগান নাগরিকরা আরও বিপদের মুখে। ভারত সরকার জানিয়েছে মানবিক কারণে ত্রাণ যাবে কাবুলে।