মাঝমাঠ শক্তিশালীর লক্ষ্যে এই তারকা ফুটবলারকে নিতে পারে ATK Mohun Bagan

আসন্ন ফুটবল মরশুম শুরু’র আগে জোরকদমে দল গোছানোর কাজ চালাচ্ছে ভারতীয় ক্লাব গুলো। ইতিমধ্যে একাধিক ভারতীয় ফুটবলার’কে দলে নিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তালিকায়…

Raynier Fernandes

আসন্ন ফুটবল মরশুম শুরু’র আগে জোরকদমে দল গোছানোর কাজ চালাচ্ছে ভারতীয় ক্লাব গুলো। ইতিমধ্যে একাধিক ভারতীয় ফুটবলার’কে দলে নিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তালিকায় আছেন আশিস রাই,আশিক কুরুনিয়ন। এবার দলের মাঝমাঠের শক্তি বাড়াতে রেইনার ফার্নান্দেজ’কে (Raynier Fernandes) দলে নিতে পারে সবুজ মেরুন শিবির।

Advertisements

এর আগে ২০১৬ থেকে ২০১৮ অবধি মোহনবাগানে খেলে যাওয়া এই মুম্বইয়ের ফুটবলার বর্তমান খেলেন মুম্বই সিটি এফসি’র হয়ে।কিন্তু তাকে কিভাবে দলে নেবে সেটা এখনো স্পষ্ট নয়।হয়তো সুমিত রাথি’র কে দিয়ে এই প্রতিভাবান ফুটবলার’কে দলে নিতে পারে এটিকেম্বি।

Advertisements
   

এদিকে, জোরকদমে ক্লাবের মাঠ সংস্কারের কাজ চলছে এটিকে মোহনবাগানের।বিশ্বমানের মাঠ গড়তে যাবতীয় যা ব‍্যবস্থা নেওয়া করনীয় তেমনটাই করছে সবুজ মেরুন শিবির।বসছে স‍্যান্ড বেড, যাতে বর্ষা মাটি উঠে নষ্ট না হয় মাঠ।প্রতিদিন’ই কাজ চলছে মাঠের, তবে কবে পুরো কাজ শেষ হবে সেটা এখনও স্পষ্ট নয়।তবে মাঠ সংস্কার করা হলেও তা শুধুমাত্র প্রাক্টিস করা ছাড়া খেলা আয়োজনের জন্যে ব‍্যবহৃত হবে কিনা,সেটা এখনও স্পষ্ট নয়।