Agnipath: ‘নেহি হোঙ্গে অগ্নিবীর’ দাবিতে জ্বলছে বিহার, অগ্নিপথ বিরোধিতায় জনস্বার্থ মামলা

কেন্দ্রের মোদী সরকার সেনাবাহিনীতে চুক্তি ভিত্তিক নিয়োগের যে অগ্লিপথ (Agnipath) প্রকল্প এনেছে তার বিরোধিতায় দেশ অগ্নিগর্ভ। প্রকল্পের বিরোধিতা জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হলো।প্রকল্প খতিয়ে…

কেন্দ্রের মোদী সরকার সেনাবাহিনীতে চুক্তি ভিত্তিক নিয়োগের যে অগ্লিপথ (Agnipath) প্রকল্প এনেছে তার বিরোধিতায় দেশ অগ্নিগর্ভ। প্রকল্পের বিরোধিতা জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হলো।প্রকল্প খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করতে হবে বলে জানানো হয়েছে।
সেনা বাহিনীতে এর কী প্রভাব রয়েছে? সেটা খতিয়ে দেখবে এই কমিটি। দেশজুড়ে বিক্ষোভের ঘটনায় সিট গঠন করে তদন্তের আর্জি জানানো হয়েছে।

অগ্লিপথ বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ ছড়াচ্ছে। এর জেরে প্রবল চাপে কেন্দ্রের মোদী সরকার। চাপের মুখে নিয়োগের বয়স উর্ধসীমা বাড়িয়েছে সরকার। তবে বিক্ষোভকারীদের দাবি, চার বছরের চুক্তি ভিত্তিক নয় পূর্ণ মেয়াদে নিয়োগ করতে হবে।

   

বিক্ষোভকারীদের বক্তব্য, সেনাবাহিনীতে যোগদান আমাদের কাছে স্বপ্ন। এটা শুধুমাত্র চার বছরের জন্য নয়। চার বছর পর যদি অন্য কাজ করতে হয় তাহলে সোজা ওই কাজই করব। যে ট্রেনিং করতে দেড় বছর লাগে সেটা ৬ মাসের মধ্যে সরকার কীভাবে সম্পূর্ণ হবে।

কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় শনিবার বিহার জুড়ে ২৪ ঘন্টার বন্‌ধ চলছে। বনধে সামিল বিভিন্ন ছাত্র সংগঠন। অগ্নিগর্ভ পরিস্থিতি সারা বিহার জুড়ে। একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেলওয়ে। পাটনায় প্রবল বিক্ষোভ।

পাটনায় তারেগনা স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। জিআরপির একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউণ্ড গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিক্ষুব্ধ জনতা। একাধিক গ্রেফতার। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

পরিস্থিতি সামলাতে ব্যর্থ বিহারের এনডিএ জোট সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নীরবতা নিয়ে বিতর্ক আরও বাড়ছে। মনে করা হচ্ছে তিনি জোট ত্যাগ করতে পারেন। বিরোধী মহাজোটের বড় শরিক আরজেডি বনধ সমর্থন করেছে। মেজ শরিক সিপিআইএমএল (লিবারেশন) বিক্ষোভে সামিল। জোটের অপর শরিক কংগ্রেস ও সিপিআইএম বিক্ষোভ সমর্থন করেছে। তবে বিক্ষোভ ও বনধ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বাহুবলী নেতা পাপ্পু যাদবের সমর্থকদের বিরুদ্ধে।

জেহানাবাদ জ্বলছে। একাধিক বাসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মুঙ্গেরে বিডিও অফিসারের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়। জামুইতে পুলিশকে লক্ষ্য করে এদিনেও পাথর ছুঁড়তে শুরু করেছে বিক্ষোভকারীরা।