নবী মহাম্মদকে নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের জেরে গোটা দেশ উত্তাল। এরই মাঝে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন খোরাসান প্রভিন্স (আইএসকেপি) ভারতে হামলা চালানোর হুমকি দিল।
আইএসকেপি তাদের মুখপত্র আল আজম ফাউন্ডেশনের মাধ্যমে হুমকি দিয়েছে। এই বিবৃতিতে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা যেভাবে হজরত মহম্মদকে নিয়ে মন্তব্য করেন তার বেশ কিছু ভিডিও রয়েছে।
স্বাধীন সংবাদ মাধ্যম খোরাসান ডায়েরির টুইটার হ্যান্ডেল থেকে এ তথ্য জানা গেছে। খোরাসান ডায়েরি টুইট করে জানিয়েছে, ‘ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স তাদের মুখপত্র আল আজম ফাউন্ডেশনের মাধ্যমে নিউজ বুলেটিন চালু করেছে।
খোরাসান ডায়েরি অনুযায়ী, এই ভিডিওতে তালিবানদেরও সমালোচনা করা হয়েছে, যারা কূটনৈতিক স্তরে ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। আফগানিস্তানে তালিবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুবকেও নিশানা করা হয়েছিল একটি ভারতীয় চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের এক পদস্থ আধিকারিকের বৈঠককে কেন্দ্র করে।