নিউজ ডেস্ক: প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ অস্কার ফার্নান্দেজ। সোমবার ম্যাঙ্গালুরুতে ৮০ বছর বয়সে মারা গেলেন তিনি। চলতি বছরের জুলাইয়ে নিজের বাড়িতে যোগব্যায়াম করতে গিয়ে পড়ে যাওয়ার পর ফার্নান্দেস হাসপাতালে ভর্তি হন। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার জন্য অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন ভবানীপুরে মমতা হারলে ওদের পার্টিটাও উঠে যাবে: দিলীপ ঘোষ
আরও পড়ুন হেরো মমতা;শূন্য সিপিএম;দলত্যাগী ভাইরাস বিজেপি, ভবানীপুরে ভোট!
ফার্নান্দেস ইউপিএ সরকারে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে বিবেচিত হয়েছিলেন। তিনি রাজীব গান্ধীর সংসদীয় সচিব হিসাবেও কাজ করেছিলেন।
অস্কার ফার্নানন্দেজ ১৯৮০ সালে কর্ণাটকের উদুপি আসন থেকে লোকসভায় নির্বাচিত হন। একই আসন থেকে ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১ এবং ১৯৯৬ সালে পুনরায় লোকসভায় নির্বাচিত হন। ১৯৯৮ সালে, ফার্নান্দেজ রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন এবং ২০০৪ সালে সংসদের উচ্চকক্ষে দ্বিতীয়বার নির্বাচিত হন।