Murshidabad: মুর্শিদাবাদে ছড়াচ্ছে উত্তেজনা, তড়িঘড়ি আইসি বদল

হাওড়ার মতো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয় তার জন্য মুর্শিদাবাদে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। তবুও হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার করা সমালোচনামূলক মন্তব্যের জেরে রেজিনগর ও বেলডাঙায়…

short-samachar

হাওড়ার মতো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয় তার জন্য মুর্শিদাবাদে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। তবুও হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার করা সমালোচনামূলক মন্তব্যের জেরে রেজিনগর ও বেলডাঙায় উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেলডাঙা থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায়কে বদলি করা হলো।

   

নবান্ন সূত্রে খবর, বেলডাঙার নতুন আইসি হলেন জামালউদ্দিন মণ্ডল। এতদিন রাজারহাট থানার আইসি ছিলেন তিনি। তবে এটা রুটিন বদল বলছে পুলিশ মহল।

জেলার রেজিনগর, বেলডাঙায় ইন্টারনেট বন্ধ। তবে শনিবার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হতে শুরু করে৷ তারপরেই কড়া পদক্ষেপ নেওয়া হয় পুলিশের তরফে। পুলিশ সেই যুবককে গ্রেফতার করেছে। পরিস্থিতি কিছুটা থমথমে।

রেজিনগর ও বেলডাঙা, দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে টহলদারি৷ গুজব রুখতে রেজিনগর ও শক্তিপুর দুই থানা এলাকা এবং বেলডাঙা-১ ও বেলডাঙা-২ ব্লক এলাকায় ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা।

গত তিনদিন ধরে হাওড়া জেলায় অশান্তির পর রবিবারের সকাল একেবারে থমথমে। গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।