India vs Afghanistan Football : মনে রাখার মতো জয় পেল ভারত

India vs Afghanistan Football : কম্বোডিয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধেও জয় পেল ভারত। শনিবার রুদ্ধশ্বাস এক ম্যাচের সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন। ম্যাচের অন্তিম কোয়ার্টারে হল তিনটি…

India vs Afghanistan Football : মনে রাখার মতো জয় পেল ভারত

India vs Afghanistan Football : কম্বোডিয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধেও জয় পেল ভারত। শনিবার রুদ্ধশ্বাস এক ম্যাচের সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন। ম্যাচের অন্তিম কোয়ার্টারে হল তিনটি গোল।

Advertisements

এদিন দ্বিতীয় জয় পাওয়ার জন্য যেন প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিল ভারত। নির্ধারিত সময়ের পুরোটাই লড়াই চালালেন ভারতীয় ফুটবলাররা। সুনীল ছেত্রীরা আগেই গোল তুলে নিতে পারতেন। কিন্তু আফগান ডিফেন্ডারদের দক্ষতায় সেটা হয়নি।

   

ম্যাচের বয়স যত বেড়েছে ততই জাঁকিয়ে বসেছিল ড্র হওয়ার সম্ভাবনা। কারণ প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ৮৬ মিনিটে ডেডলক ভাঙেন সুনীল ছেত্রী। দর্শনীয় এক ফ্রি কিক থেকে ভাঙেন আফগান রক্ষণ। এক গোলে এগিয়ে যায় ভারত।

Advertisements

সুনীলের গোলের মিনিট দুই পরেই সমতায় ফেরে আফগানিস্তান। ৮৮ মিনিটে স্কোরলাইন ১-১ করেন আমিরি। নির্ধারিত ৯০ মিনিট পর অতিরিক্ত পাঁচ মিনিট দেওয়া হয়েছিল। সেই সময় জয় সূচক গোলটি করেন আব্দুল সামাদ। আশিক কুরুনিয়ান এবং সামাদের যুগলবন্দীতে ভারতের পক্ষে স্কোরলাইন হয় ১-২। পরপর দুই ম্যাচে জয় পেয়ে ভারতের প্রাপ্ত পয়েন্ট ছয়।