দল বদলের বাজারে নতুন জল্পনা। আর্জেন্টিনার এক তরুণ ফুটবলারকে নাকি পছন্দ হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) কর্তাদের! বুয়েন্স আয়ার্সের এই তরুণ খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে।
স্কোয়াড গড়ার কাজ আগেই শুরু করে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে তাঁরা নিশ্চিত করতে পেরেছেন। আসন্ন মরসুমে ভালো ফল করার জন্য দরকার আরও মজবুত দল। বিদেশি ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রেও তাই মনোযোগী হওয়া দরকার।

ইন্ডিয়ান সুপার লিগে খেলার এক বিদেশিকে লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে। বিদেশিদের মধ্যে এখনও পর্যন্ত ইভান গঞ্জলেজ চূড়ান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল। কর্তাদের নজরে আরও কয়েকজন বিদেশি ফুটবলার থাকা স্বাভাবিক। শোনা যাচ্ছে আর্জেন্টিনার ইভান রসির নাম।
ইভান রসির বয়স ২৮। ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারলে আগামী দিনে ক্লাবের সম্পদ হয়ে উঠতে পারেন। ইতিমধ্যে বেনফিল্ড, রিভারপ্লেট, হুরিকনের মতো ক্লাবে খেলেছেন। যদিও ইভান সম্পর্কিত জল্পনার ভিত যে খুব মজবুত সেটা বলা যাচ্ছে না। আপাতত স্রেফ জল্পনা বলাই ভালো।