দল বদলের বাজারে বহু জল্পনা। তার মধ্যে কোনটা যে সত্যি সেটা বোঝা যায়। এটিকে মোহন বাগানকে (ATK Mohun Bagan) কেন্দ্র করেও সম্প্রতি একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। মনে করা হচ্ছিল বিনিত আর-কে দলে নিতে ইচ্ছুক এটিকে মোহন বাগান।
এমনও শোনা গিয়েছিল রাই এবং এটিকে মোহন বাগানের মধ্যে কথা অনেক দূর এগিয়ে গিয়েছে। যদিও তাতে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তাই ফুটবল মহলে প্রশ্ন ঘোরাফেরা করছিল নিরন্তর। আরও একটু খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে, এই খবর হয়তো সত্যি নয়। সম্ভাব্য দল বদলের এই সম্ভাবনার ভিত অনেকটাই দুর্বল।
বছর চব্বিশের বিনিত ইতিমধ্যে ভারতের সিনিয়র জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের হয়েও নজর কেড়েছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমির এই ছাত্র।
পেশাদার ক্লাব কেরিয়ার খুব দীর্ঘ না হলেও উল্লেখযোগ্য বলা চলে। ফুটবল ক্লাব ডেম্প থেকে এক সময় রাই এর উত্থান হয়েছিল। পরে কেরালা ব্লাস্টার্স সহ ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দলের হয়ে খেলেছেন। সবথেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওড়িশা ফুটবল ক্লাবের হয়ে।