Anubrata Mondal: গোরুপাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গলকে গ্রেফতার করল সিবিআই

ডোমকলের বাড়িতে ব্যাপক তল্লাশির পর থেকেই আশঙ্কা ছিল, এবার গোরুপাচার মামলায় সিবিআই গ্রেফতার করল (Anubrata Mondal) অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। পুলিশ কর্মী সায়গলের আয়ের…

Anubrata Mandal

ডোমকলের বাড়িতে ব্যাপক তল্লাশির পর থেকেই আশঙ্কা ছিল, এবার গোরুপাচার মামলায় সিবিআই গ্রেফতার করল (Anubrata Mondal) অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। পুলিশ কর্মী সায়গলের আয়ের সঙ্গে সম্পত্তির বিস্তর ফারাক কেন তা জানতে চায় সিবিআই।

Advertisements

সায়গল হোসেনের গ্রেফতারির পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন, কান টানলে মাথা আসে। এবার কি তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতির পালা? অভিযোগ, অনুব্রত মণ্ডলের দেহরক্ষীদের মধ্যে সায়গল হোসেন সবথেকে ঘনিষ্ঠ। আর সিবিআই মনে করছে সায়গল হোসেনের কাছেই আছে গোরুপাচার মামলার বিস্তর তথ্য।

   

এদিন টানা ৫ ঘণ্টা জেরার পর সায়গল হোসেনকে গ্রেফতার করল সিবিআই। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় গ্রেফতার করা হয়েছে সায়গলকে। তার বয়ানে অসঙ্গতি মিলেছে।

বৃহস্পতিবার সিবিআই কার্যালয় নিজাম প্যালেসে ডাকা হয় সায়গল হোসেনকে। এর আগেও একাধিকবার জেরা হয় সায়গলের। এবার তাকে গ্রেফতার করে আরও দীর্ঘ জেরা করতে চলেছে সিবিআই। নিয়মমাফিক তার চিকিৎসা পরীক্ষা হবে। ফের শুরু হবে জেরা। শুক্রবার তাকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে।

Advertisements

সম্প্রতি সায়গল হোসেনের গাড়ি রহস্যজনকভাবে পশ্চিম বর্ধমানের পানাগড় ইলামবাজার রোডের উপর দুর্ঘটনার মুখে পড়ে। এই দুর্ঘটনার সায়গলের কন্যার মৃত্যু হয়। সন্দেহ হয় তাকে সরানোর চক্রাম্ত চলেছে। এরপর সায়গলের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। মুর্শিদাবাদের ডোমকলে সেই বাড়ি থেকে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলেই মনে করা হচ্ছে।

সায়গলের গ্রেফতারির সংবাদে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপা আতঙ্ক। নেতাদের একাংশের বক্তব্য, জেলা তৃ়ণমূল সভাপতি অনুব্রতর অনেক গোপন তথ্য সায়গল জানে।